এস. এম. সাইফুল ইসলাম কবির ||বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলের বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার ভিটিআরটি (ভিলেজ রেসপন্স টাইগার টীম) ও বাঘ বন্ধু সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শরণখোলা উপজেলা মিলনায়তনে মঙ্গলবার (২০মে) সকাল ১০ টায় শুরু হওয়া দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা তানভির হাসান ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন শরণখোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শেখ মোহাম্মদ আলী।
ওয়াইল্ড টিম লিমিটেড এর প্রোগ্রাম অফিসার মোঃ আলম হাওলাদারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াইল্ড টিমের এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মোঃ আবু জাফর, ওয়াইল্ড টিমের ফিল্ড এসিস্ট্যান্ট আব্দুস সোবহান তালুকদার প্রমুখ।
প্রশিক্ষণ কর্মসূচিতে ৪৪ জন ভিটিআরটি ও বাঘ বন্ধু সদস্য অংশগ্রহন করেন। প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে সাপ ধরা হুক, জ্যাকেট, গেঞ্জি, ক্যাপ, হ্যান্ড গ্লোবস্, প্রাথমিক চিকিৎসার ঔষধ ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষণে বন্য প্রাণী রক্ষা ও লোকালয়ে আসা সাপ উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়ার কলাকৌশল শেখানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।