1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রিট খারিজ, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই আন্দোলন চলবে, আসিফ-মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত : সেনাপ্রধান খুলনার দু’টি সহ সরকারি হলো তিন বিদ্যালয় এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ  ৪ দফা দাবিতে কর কর্মকর্তা ও আইনজীবীদের বিক্ষোভ ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ চা “ ডুমুরিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘তারুণ্যের জ্ঞানযুদ্ধ’ উদ্বোধন ৫৪ বছর পর সরকারি করণ হলো স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয় শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য  ৩ দিনের কর্মসূচি গ্রহণ – মঞ্জু  খুলনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকলে শিল্পায়ন বাঁধাগ্রস্ত হবে  কয়রায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযানে জরিমানা আদায় কালিগঞ্জে জামায়াতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া” শিরোনামে প্রকাশিত সংবাদের ভুল স্বীকার ০৯(নয়) বছরের শিশু সোনালীকে ধর্ষণকারী মামুন ব্যাপারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ভূমি অফিসে দুদকের অভিযান: সহকারী ভূমি কর্মকর্তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জব্দ বাগেরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম     সুন্দরবনের দুয়ার ৩ মাসের জন্য বন্ধ: জেলেদের জীবন-জীবিকার সংকটে সরকারি সহায়তার দাবি বাগেরহাট শহরে মাদকবিরোধী মানববন্ধন: দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের নড়াইলের মাইজপাড়া কলেজের নবনির্বাচিত সভাপতির মতবিনিময় মাদক সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি মোঃ মতলুবর রহমান

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ  ৪ দফা দাবিতে কর কর্মকর্তা ও আইনজীবীদের বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারনসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনায় পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে খুলনা কর আইনজীবী সমিতি ও কর অঞ্চল খুলনার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বুধবার বেলা ১টার দিকে বয়রাস্থ কর ভবন-২ এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। একই সময়ে কর ভবন-১ এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশেন (বিটিএল) ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করা হয়।

দাবিগুলো হলো : এনবিআর বিলুপ্তির জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

খুলনা কর আইনজীবী সমিতির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতা করেন সমিতির সভাপতি খান মনিরুজ্জামান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আওরঙ্গজেব। আরও বক্তৃতা করেন এস এম শাহনেওয়াজ আলী, শেখ আবুল কাশেম, মোঃ আমিনুর রহমানসহ আরও অনেকে।

খুলনা কর অঞ্চলের মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার আরিফুল হক, যুগ্ম কর কমিশনার মোঃ রাউফুর রহমান, উপ-কর কমিশনার জেসমিন আক্তার, উপ-কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান, উপ-কর কমিশনার মিজ দেলোয়ারা জাহান, উপ-কর কমিশনার মিজ নুসরাত ফারজানা, কর পরিদর্শক আব্দুল­াহ আল নোমান, কর পরিদর্শক সজল মন্ডল প্রমুখ। মানববন্ধনে কর অঞ্চল খুলনার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপ-কর কমিশনার মিজ দেলোয়ারা জাহান বলেন, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমগ্র বাংলাদেশের আপামর জনসাধারণকে অজ্ঞাত রেখে এনবিআর বিলুপ্তির একটি অধ্যাদেশ রাতের আধারে জারী করা হয়েছে। আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে একমত পোশন করে সারা বাংলাদেশের মত খুলনা কর অঞ্চলের ২৭ কার্যালয়ে এই আন্দোলন কর্মসূচি পালন করছি।
কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খান মনিরুজ্জামান বলেন, আমরা অনতিবিলম্বে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল চাই।

জাতীয় রাজস্ব বোর্ডকে টিকিয়ে রেখে যেকোন সংস্কার আমরা মেনে নেব। আমরা ট্যাক্সের উর্ধ্বমুখি সংস্কার চাই। যাতে জনগণের কষ্ট কম হয়, রাজস্ব বোর্ডের সাথে সম্পৃক্ত সকলের মতামতের প্রাধান্য পায়। সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, এই মুহূর্তে রাজস্ব ব্যবস্থায় টেকসই রাজস্ব নীতি প্রণয়ন, রাজস্ব বিষয়ক প্রয়োজনীয় আইন সংশোধন, আধুনিকায়ন ও অটোমেশন প্রয়োজন।

তবে এটি সকল অংশীজনের মতামতের ভিত্তিতে হতে হবে। রাতের আধারে বা গোপনে করা হলে চলবে না।

সিনিয়র কর আইনজীবী মোঃ আমিনুর রহমান বলেন, এনবিআরকে আজ যেভাবে দ্বিখন্ডিত করা হল সেটা সঠিক হয়নি। কারণ এনবিআর দুই ভাগ হোক কিন্তু মাথায় এনবিআর থাক। এটা বিলুপ্ত করে ভাগ করা ঠিক হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের অধিনেই দুইটা ভাগ হোক। আর যাদের দুর্নীতির কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হোক। তিনি আরও বলেন, বাহির থেকে লোক এনে এনবিআর চালানো সঠিক হবে না। রাজস্ব কাজের সাথে যারা সংশ্লিষ্ট তাদের দিয়েই রাজস্ব বোর্ড চালাতে হবে। সেটা না হলে রাজস্ব আহরণ বিঘ্নিত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে।

কর পরিদর্শক আব্দুলাহ আল নোমান বলেন, অনেকে আমাদের নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন যে আমরা সংস্কার চাই না। কিন্তু আমরা সংস্কারের পক্ষে। তবে সেই সংস্কার সম্পর্কে আমরা কিছুই জানি না। এর খসড়া গোপন রাখা হয়েছে। এখানেই আমাদের আপত্তি। দেশের মানুষকে না জানিয়ে, তাদের মতামত না নিয়েই সংস্কার এটা মোটেই যুক্তি সঙ্গত হয়নি। তাই আমরা এটা বাতিল চাই।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কর আইনজীবী হারুন-অর-রসিদ (হেলাল), মোঃ নজরুল ইসলাম হাওলাদা, এস এম নুরুল ইসলাম, মোঃ মুজিবর রহমান, নাছিমা খাতুন, নাজমুল হুদা, শরিফুল ইসলাম, এবিএম মোস্তফা জামান, বিমল চন্দ্র সাহা, এসএমজি নেওয়াজ, মোঃ আব্দুর রহমান, জি এম সোহাগ, মোঃ আব্দুল লতিফ, প্রহলাদ ঘোষ, জেনফা শাহমিন, মোঃ আল মামুন, মহসিন কবির দুলু, মোঃ নজরুল ইসলাম মোল্যা প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।