1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
সঙ্গীতশিল্পী আব্দুল আলীমের স্বাধীনতা ও একুশে পদক চুরি খুলনায় সিসিএসের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রী কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির  সভাপতির সংবর্ধনা অনুষ্ঠিত ১৭ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা অভয়নগরে কৃষক দল নেতা তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালনের লক্ষ্যে খুলনা জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা দিঘলিয়ায় ধর্ষন মামলার আসামী আটক দিঘলিয়ায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার নগরীর টুটপাড়ায় এক বৃদ্ধ নারীকে কুপিয়ে হত্যা গণতান্ত্রিক ধারাই সকল সংস্কার কাজ করতে পারবে : গয়েশ্বর চন্দ্র রায় বাসায় আগুন, স্ত্রী-সন্তানসহ প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার বিএনপি’র সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত আন্দোলন স্থগিত করলেন ইশরাক, দিলেন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম খুলনায় ৪ দফা দাবিতে বিসিডিএস’র মানববন্ধন রাস্তা ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে: আন্দোলনকারীদের ইশরাক পেডিকিউর নিয়ে কেন সতর্ক হওয়া জরুরি ? দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্যের পদত্যাগ রিট খারিজ, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই

পেডিকিউর নিয়ে কেন সতর্ক হওয়া জরুরি ?

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়।

কিন্তু বেশির ভাগ সময় আমরা অনেকেই এতো তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাই যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করি না। চলুন আজ সেই জরুরী বিষয়গুলো জেনে নেয়া যাক-

কী কী দেখে সাবধান হবেন:

প্রতিদিন অনেক মানুষই পার্লারে যান। তাদের মধ্যে অনেকের ত্বকের নানা সমস্যা থাকতে পারে। এ ক্ষেত্রে পেডিকিউরের যন্ত্রগুলো প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করা না হলে সংক্রমণের আশঙ্কা থেকে যায়। শুধু পায়ে বা নখে ছত্রাকের সংক্রমণের ভয় নয়, অনেক ক্ষেত্রে রক্তবাহিত রোগ ছড়ানোর ঘটনাও ঘটতে পারে। কিউটিকল কাটার যন্ত্রগুলো সঠিকভাবে জীবাণুমুক্ত করা না হলে হেপাটাইটিস সি-এর মতো রোগ ছড়ানোর ঝুঁকি থাকে।

পেডিকিউরের পানির পাত্রের পরিচ্ছন্নতা:

সাধারণত পার্লারে একই পানির পাত্র সবার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমনকি বাড়ি এসে যারা রূপচর্চা করেন, তারাও একই পাত্র বারবার ব্যবহার করেন। ফলে জীবাণুর উপস্থিতি থেকেই যায়।

পেডিকিউরের যন্ত্রপাতি:

নখ কাটা, ফাইল করা, কিউটিকল কাটা এবং মৃত ত্বক অপসারণের সব যন্ত্রপাতি বারবার ব্যবহার করা হয় পার্লারে। যদি দেখেন, সেগুলো জীবাণুমুক্ত করা হয়নি, তাহলে জেনে নিন, সেগুলো ব্যবহার করাও বিপজ্জনক।

রূপচর্চা শিল্পীর পরিচ্ছন্নতা বোধ:

অপরিষ্কার বা জীবাণুমুক্ত না করা হাত এবং গ্লাভস না পরে থাকলে বুঝবেন সেখানে পেডিকিউর করা উচিত নয়।

পেডিকিউরের পর প্রতিক্রিয়া:

বিশেষ কোনো পণ্য থেকে অ্যালার্জি হতে পারে। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে ময়েশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। যদি তা না করেন, তাহলে অ্যালার্জি রিঅ্যাকশন হতে পারে। সে ক্ষেত্রে পার্লার পরিবর্তনের কথা ভাবতেই হবে।

তবে এ কথা ঠিক যে পেডিকিউরের প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই নিজে নিজে করার মতো যথেষ্ট পারদর্শী হন না বলেই রূপচর্চা শিল্পীর দ্বারস্থ হন। বাড়িতে ডেকে পেডিকিউর করান বা পার্লারে গিয়ে, সব ক্ষেত্রেই সতর্ক হতে হবে। নিয়মিত পা পরিষ্কার রাখা, ইন-গ্রোন নখ, কিউটিকল কাটা, মৃত ত্বক অপসারণ, এ সবই আসলে দরকারী। পায়ের স্বাস্থ্যবিধি মেনে চলা কিন্তু সামগ্রিক স্বাস্থ্যরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই পার্লারে পেডিকিউর করানোর আগে কয়েকটি কৌশল মেনে চলতে পারেন

পার্লার সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া:

একাধিক পার্লারে গিয়ে বা লোকমুখে শুনে শুনে অথবা অনলাইনে ‘রিভিউ’ পড়ে বুঝে যাবেন, কোন পার্লারে সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। তার পর সেটিকেই বেছে নিন প্রতিদিনের রূপচর্চার জন্য।

পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন:

সেরা পার্লারটি বেছে নেওয়ার পর সেখানে গিয়ে পরীক্ষানিরীক্ষা করে নিন। সরঞ্জামগুলো পরিষ্কার করা হচ্ছে কি না, অথবা স্যানিটাইজ করা হচ্ছে কি না, দেখে নেবেন।

নিজের সরঞ্জাম ব্যবহার করুন:

সবচেয়ে কার্যকরী ও নিরাপদ উপায় অবলম্বন করা ভালো। সেক্ষেত্রে নিজের বাড়ির জিনিস নিয়ে গেলে সংক্রমণের আর ভয় থাকবে না। পার্লারে হোক বা নিজের বাড়ি, রূপচর্চা শিল্পীর হাতে তুলে দিন যন্ত্রপাতি। তারপর কাজ হয়ে গেলে ফিরে এসে নিজের হাতে ধুয়ে নিন।

সরাসরি কথা বলুন:

আপনার যে পরিচ্ছন্নতা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, সে বিষয়ে সরাসরি রূপচর্চা শিল্পীকেই বলুন। পার্লারের স্বাস্থ্যবিধির বিষয়ে প্রশ্ন করুন। কোনো অ্যালার্জি বা রোগ থাকলে তাঁকে সেটি জানিয়ে রাখুন।

প্রাকৃতিক পণ্য বেছে নিন:

এমন পার্লার বেছে নিন যেখানে রাসায়নিক ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক পণ্য ব্যবহার করা হয়। এভাবে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।