এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট||বাগেরহাটের চিতলমারীতে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। শুক্রবার (২৩ মে) উপজেলার শ্যামপাড়া মোড়ে অবস্থিত খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প হয়।
সিএসএস স্থাপতি রেভারেন্ড পল মুন্সি’র স্মরণে সিএসএস চিতলমারী শাখার উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপি এই ক্যাম্পে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক মারুফা নাসরিন শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ঘরের পাশে বিনামূল্যে চিকিৎসকের চিকিৎসা পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা।
বিনামূল্যে চিকিৎসা সেবা নেওয়া খড়মখালী গ্রামের বেবী বেগম বলেন, ‘পাশেই আমাদের বাড়ি। বেশকিছুদিন ধরে রোগে ভুগছি। এখানে চিকিৎসক খুব ভালভাবে দেখেছেন। বাড়ির পাশে এমন ক্যাম্প হওয়ায় আমাদের জন্য খুব ভাল হয়েছে।’
চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য গোরা চাঁদ ঘোষ বলেন, ‘খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির এমন কার্যক্রমে এলাকার দরিদ্র মানুষের উপকার হয়েছে। এখানে আমার ইউনিয়ন ও পাশ্ববর্তী এলাকার অনেক লোক চিকিৎসা নিয়েছেন।’
খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির চিতলমারী শাখার ব্যবস্থাপক মো. আবু মুছা বলেন, ‘আমরা শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেছি।
গোপালগঞ্জ জোনের বাগেরহাট রিজিওনের আওতায় প্রতিবছর এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।