খুলনার খবর ||চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গত বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে রাজধানীর রমনার একটি বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বিরাজমান সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হলেও, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারকে সময় দেওয়ার বিষয়ে একমত পোষণ করেছে বিএনপি ও জামায়াত। যদিও দল দুটি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।
উল্লেখ্য, আজ শনিবার (২৪ মে) বিএনপির সঙ্গে সন্ধ্যায় ও জামায়াতের সঙ্গে রাতে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।