খুলনার খবর ||চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে শোক ও বিজয়ের বর্ষপূর্তি হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ উপলক্ষে দলটি ৫৮ সদস্যের একটি কেন্দ্রীয় উদযাপন কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে থাকবেন রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৯ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিত এক বৈঠকে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ পালন উপলক্ষে কর্মসূচি ও সংগঠন পরিচালনার জন্য ৫৮ সদস্যের একটি উদযাপন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কমিটির আহ্বায়ক এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। রিজভী সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত গণতন্ত্রকামীদের আত্মত্যাগ স্মরণ করতেই এই বর্ষপূর্তি উদযাপন করা হবে’।
পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি চলবে, যেখানে চলতি আন্দোলন, শহিদদের স্মরণ, সাংস্কৃতিক আয়োজন, সেমিনার এবং আলোচনা সভার মতো বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। একইসঙ্গে উপ-কমিটি গঠন করা হবে কর্মসূচি বাস্তবায়নে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন খায়রুল কবির খোকন, হাবিব ঊন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সুলতান সালাহউদ্দিন টুকু, শামা ওবায়েদ, রুমিন ফারহানা, আফরোজা আব্বাস, মাহমুদ হাসান খান বাবু, মাহদী আমিন, রকিবুল ইসলাম বকুল, আসাদুল হাবিব দুলু, আব্দুল মোনায়েম মুন্না, হাসান জাফির তুহিন, রাজিব আহসান, নুরুল ইসলাম খান নাসিম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, সাংবাদিক সাঈদ আব্দুল্লাহ, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে।
বিএনপি বলছে, এই কর্মসূচির মাধ্যমে তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ের ঐতিহাসিক মুহূর্তগুলো স্মরণ করবে এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটেও তা প্রাসঙ্গিক করে তুলবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।