খুলনার খবর || খুলনার সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক রানা। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কোষাধ্যক্ষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের নিউরো বিভাগের বিভাগীয় প্রধান নিউরো ও স্পাইন সার্জন বিশেষজ্ঞ ডা. মো. মোহসীন আলী ফরাজী ও কনসালট্যান্ট (নিউরোসার্জারি) ডা. মো. রিয়াজ আহমেদ হাওলাদারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
গত ১০ জুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে আব্দুর রাজ্জাক রানা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১২ জুন তাকে উন্নত চিকিৎসা দিয়ে বাসায় সম্পূর্ণ বেড রেস্টে পাঠানো হয়। আপাতত কোনো কাজকর্ম করতে পারবেন না বলে চিকিৎসকরা পরিবারকে জানান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, নিউরো বিভাগের বিভাগীয় প্রধান নিউরো ও স্পাইন সার্জন এবং বিশেষজ্ঞ ডা. মো. মোহসীন আলী ফরাজী বলেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানার উন্নত চিকিৎসা প্রয়োজন।
তাকে নিয়মমাফিক জীবনযাপন করতে হবে। কোনো ধরনের ঝুঁকির মধ্যে যেতে পারবেন না। তাতে বড় ক্ষতি হতে পারে। যা তার জীবনযাপনের জন্য কষ্টকর হয়ে পড়বে।
এদিকে এই সাংবাদিক নেতার আশু সুস্থতা কামনা করেছেন দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ নূরুল আমিন, বার্তা সম্পাদক মোহাম্মদ সা’দাত হোসাইন, সিনিয়র সাব এডিটর মো. আশরাফুল ইসলাম ও শফিকুল ইসলাম চৌধুরী, চিফ রিপোর্টার সামছুল আরেফীন, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী, বিজ্ঞাপন ম্যানেজার মো. আসহাবুর রহমান আফতাব, সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক, সাব এডিটর ও ডিইউজের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় ও নির্বাহী সদস্য সোহরাব হোসেন, বিএফইউজের সাবেক সহসভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতারা এমইউজে খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার আশু রোগমুক্তির জন্য দোয়া এবং তার দীর্ঘায়ু কামনা করেছেন। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছেও দোয়া কামনা করছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।