তেরখাদা প্রতিনিধি , খুলনা ||৩০ শে জুন সকাল সাড়ে ১১টার দিকে তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ অনুষ্ঠান কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন , সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা ও এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা।
আলোচনা অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার আখি শেখ ও কৃষি অফিসার শিউলি মজুমদার ৪শ’ ( চারশত ) জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার , ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি আমন ধান বীজ বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।