মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরে কবিরাজ সেজে এক মধ্যবয়সী বিধবা গৃহবধূর কাছ থেকে প্রলোভনের মাধ্যমে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
অভিযানে উদ্ধার হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা ও আত্মসাৎকৃত স্বর্ণালংকার।জানা যায়, প্রায় ছয় মাস আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি কবিরাজ পরিচয়ে ওই বিধবা নারীর বাড়িতে আসেন। তিনি নিজেকে অলৌকিক শক্তির অধিকারী দাবি করে বলেন, মানুষের কল্যাণে কাজ করেন এবং সম্পদ দ্বিগুণ করে দিতে পারেন।
বিশ্বাস অর্জনের কৌশলে ভুক্তভোগীর সামনেই একটি নোট দ্বিগুণ করে দেখান। এতে সরল বিশ্বাসে প্রলোভনে পড়ে যান ওই গৃহবধূ।পরে কবিরাজ একটি মোবাইল নম্বর দিয়ে চলে যায়। গত ২৪ জুন ২০২৫ তারিখ দুপুরে গৃহবধূর ছোট বোন বেড়াতে এলে, ঠিক সেই সময়ে কবিরাজ ফের উপস্থিত হয়।
একই প্রলোভন দেখিয়ে তিনি দুই বোনকে বলেন, ঘরের সমস্ত নগদ অর্থ ও স্বর্ণালংকার এনে দিলে তা দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন।তার কথায় বিশ্বাস করে ভিকটিম ঘরে থাকা ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার এনে দেয়। কবিরাজ তা একটি কার্টুন বাক্সে রেখে বলেন, দুই ঘণ্টা পর বাক্স খুললে সম্পদ দ্বিগুণ হয়ে যাবে।
এরপর ফাঁকতালে কবিরাজ মূল সম্পদ নিয়ে সটকে পড়ে।দুই ঘণ্টা পর যোগাযোগের চেষ্টা করে মোবাইল বন্ধ পেয়ে সন্দেহ হয় ভুক্তভোগীদের। বাক্স খুলে দেখেন, ভেতরে কেবল কিছু কাগজপত্র। তখনই তারা প্রতারণা বুঝতে পারেন এবং দ্রুত জেলা পুলিশকে অবহিত করেন।
জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) শিবু মন্ডলের একটি টিম অভিযান চালায়। অবশেষে ২ জুলাই ২০২৫, রাত ২টা ৫০ মিনিটে অভয়নগর থানার ধোপাদী এলাকা থেকে মূল আসামি মোঃ ইসমাইল গাজী (৪৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ধোপাদী গ্রামের আনছার আলী গাজীর পুত্র।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল গাজী ঘটনার দায় স্বীকার করে এবং তার হেফাজত থেকে ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা ওআত্মসাৎকৃত স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।পরবর্তীতে ডিবি পুলিশ গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,সাধারণ
মানুষ যেন এ ধরনের ভণ্ড কবিরাজ বা প্রলোভনকারীদের খপ্পরে না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।