খুলনার খবর, তেরখাদা প্রতিনিধি ||৩ রা জুলাই সকাল সাড়ে ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে “সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার-২০২৫” অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তর , খুলনার উপ-পরিচালক কানিজ মোস্তফা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন , সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক যথাক্রমে আয়নাল হক ও হোসেনুর রহমান। সেমিনারে স্বাগত বক্তৃতা করেন , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ,সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ মনিরুল হক মন্টু , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা , উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , সহকারী অধ্যাপক ( অবঃ) কে এম আলী এহসান , উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা , এস আই মোঃ সেলিম , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা , কৃষি দপ্তরের উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম।
সেমিনারে এছাড়া বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।