মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি নির্বাচিত সরকারের এখন জরুরি প্রয়োজন।
তিনি বলেন,আমরা একটি পরিবর্তনের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছি। শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার গঠনের।
যশোর নগরের আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মহিলা দলের ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নার্গিস বেগম আরও বলেন,স্বৈরাচারী আমলে দেশের নারীরা যে নির্যাতনের শিকার হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। বিএনপি সব সময় নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে এবং করে যাবে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,নির্বাচন বিলম্বিত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তবে আমাদের সচেতন থাকতে হবে। আমরা বিশ্বাস করি, বর্তমান অস্থায়ী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে, যেখানে জনগণ মুক্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
নারী নেত্রী অ্যাডভোকেট সোনিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তাসমাবেশটি সঞ্চালনা করেন মহিলা দল নেত্রী নূরে জাকিয়া সুলতানা মিম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।