সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি ||৮ ই জুলাই ~২০২৫ ইংরেজি দুপুর ১২ টার দিকে বাংলদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশন তেরখাদা এর উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৪-২০২৫ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজর ও বাংলদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশনের তেরখাদা উপজেলার স্থানীয় কমিশনার সাহেলা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , বাংলদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশন খুলনার কমিশনার দেলোয়ারা বেগম এবং শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলদেশ গার্লস গাইড এসোসিয়েশন তেরখাদা উপজেলার সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , বাংলদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশন খুলনা অঞ্চলের ট্রেইনার নুরুন্নাহার। সভায় এছাড়াও সভায় অন্যান্যরা বক্তৃতা করেন। সভায় ৩৬ হলদে পাখি , ৪জন বিজ্ঞ পাখি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।