মোঃ আলমগীর হোসেন,নড়াইল || প্রতিনিধি টানা বৃষ্টিতে হঠাৎ করে লোহাগড়ায় বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। সেখানে খুচরা বাজারে প্রকারভেদে কেজি দরে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা।
শুক্রবার (১১ জুলাই) সকালে শহরের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার,লোহাগড়া বাজার, দিঘলিয়া বাজার, নলদী, মিঠাপুর বাজার, মানিকগঞ্জ, কালিগঞ্জ বাজারসহ অন্যান্য বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
বিভিন্ন বাজার সূত্রে জানা গেছে, কয়েকদিন টানা বৃষ্টিপাতের কারণে নিচু এলাকার ফসলি জমিতে পানি উঠে গেছে। এ কারণে অনেক সবজি বা মরিচের জমিতে পানি উঠে মরিচের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে বাজারে মরিচের দাম বেড়েছে।
শুধু তাই নয়, আগামীতে দেশে বৃষ্টিপাতের পরিমান বাড়লে দেশের বাইরে থেকে মরিচ আমদানি না হলে মরিচের দাম আরো বেড়ে যেতে পারে বলে ক্রেতা-বিক্রেতা আশঙ্কা করছেন।
লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের খুচরা ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েছে। পাইকারি বাজার থেকে ২০০ টাকা দরে কিনেছিলাম। সেগুলো এখন ২৪০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।
এদিকে লোহাগড়া বাজারের পাইকারী ব্যবসায়ী ইবাদত শিকদার জানান,বৃষ্টির কারণে মরিচের দাম কয়েক গুন বেড়ে গেছে। আজকে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত পাইকারী মরিচ বিক্রি হয়েছে।
লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের সবজি ব্যবসায়ী আলামিন বলেন, বৃষ্টির কারণে বাজারে মরিচের আমদানি কম। আজকে পাইকারি বাজারের আড়ত থেকে ১৯০ থেকে ২০০ টাকা দরে কিনেছি। এখন সেটা খুচরা হিসেবে সকালের দিকে ২৪০ টাকা দরে বিক্রি করেছি।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ মরিচের দাম বেড়েছে। বৃষ্টি কমলে দাম স্বাভাবিক হয়ে যাবে আশা করছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।