খুলনার খবর ||খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, বিশ্বে অসা¤প্রদায়িক রাষ্ট্রের অন্যতম উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ।
হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান-নাগরিকত্বের প্রশ্নে এখানে সবাই সমান। সবার মর্যাদা সমান। পতিত আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক খেলায় তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে বারংবার চেষ্টা করেছে।
কিন্তু প্রতিবারেই তারা ব্যর্থ হয়েছে। বিএনপি সকল ধর্মের ধর্ম-কর্ম স্বাধীনভাবে পালন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী। বিএনপি কোনো ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে না। রাজনীতি দিয়ে প্রতিপক্ষ রাজনীতিকে মোকাবেলার নীতিতে বিশ্বাসী।
রোববার সন্ধ্যায় ছোট বয়রা পূজাখোলা কালিবাড়ি সার্বজনীন পূজা মন্দির কমিটি আয়োজিত মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডাঃ পরিতোষ কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং এড. সমীর কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বেগম রেহানা ঈসা, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাজ্জাদ আহসান পরাগ, বাবু বিপ্লব মিত্র, মোস্তফা কামাল, শেখ আজিজুর রহমান, শওকত আলী লাবু বিশ্বাস, সাইফুল ইসলাম, দিলীপ কুমার পাল, শ্যামল কৃষ্ণ মিত্রি, জামাল হোসেন তালুকদার, ফরহাদ হোসেন, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, রিয়াজ শাহেদ, ইয়াসিন মোল্লা প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।