মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি ||দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যশোর জেলা ছাত্রদল।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বারবার ইস্যু তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে।
তারা বলেন,ঘোলা পানিতে মাছ শিকার করার মত করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
অথচ সেই রাজনৈতিক দল দায় এড়িয়ে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা আরও বলেন, রাজনৈতিক উস্কানি ও সহিংসতার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে চৌরাস্তা মোড়, আর এন রোড ঘুরে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন এবং সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম প্রমুখ।
ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।