খুলনার খবর ||রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আবু সাঈদ হত্যার বিচার দাবি করেন।
গত বছর ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আজ সকালে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।