অদিতি সাহা,খুলনার খবর ||খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থী রাকিব হাসান ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অস্থিমজ্জা সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে।
সুস্থ হয়ে ওঠার একমাত্র উপায় হলো জরুরি ভিত্তিতে অস্থিমজ্জা প্রতিস্থাপন। তবে এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। যার জন্য প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন, যা বহন করা রাকিবের পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।
বর্তমানে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতালে ভর্তি রাকিব। সহপাঠীরা জানান, রাকিবের বাড়ি ঝিনাইদহ জেলায়। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত বাবা এবং সংসারের ভার কাঁধে তুলে নেয়া বড় ভাই মিলেই সামলাচ্ছেন পুরো পরিবার। ইতোমধ্যেই নিজেদের সব জমিজমা বিক্রি করে চিকিৎসা চালিয়ে পরিবারটি নিঃস্ব প্রায়।
রাকিব জানান, আমার অস্থিমজ্জা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রতিস্থাপন ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। আমার ক্যানসারের এমআরডি থাকার কথা সর্বোচ্চ ০.১%, অথচ রিপোর্টে এসেছে ৭.৭৯%। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে প্রায় ৭০০ গুণ বেশি।
সহযোগিতা পাঠানোর মাধ্যম-
বিকাশ
📱 ০১৭৮৭৭৬১২২৬ (মাহমুদুল হাসান)
📱 ০১৭৯৫৪৬৯৩২১ (তাওসীফ অনিক)
📱 ০১৭৪৮৬৪১৪১৪ (অমিত দেবনাথ)
📱 ০১৭২৯৪০৮৭১৩ (মো. আতাউল্লাহ)
রকেট
📱 ০১৬২৫১৫৩৪৪১৫ (তাওসীফ অনিক)
নগদ
📱 ০১৭৬৬২২৫১৮৬ (সুজন দাস)
ব্যাংক ট্রান্সফার
🏦 ব্যাংক: অগ্রণী ব্যাংক
🏷️ হিসাব নামঃ 18 BATCH, LAW DISCIPLINE, KU
🔢 হিসাব নম্বরঃ ০২০০০২৪০০৫৫৬৪
🏢 শাখাঃ খুলনা বিশ্ববিদ্যালয় শাখা
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।