খুলনার খবর || ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর উদ্দ্যোগে ৮ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসক মুহাম্মাদ সাইফুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান।
দাবি গুলো, দেশব্যাপী চলমান খুন ধর্ষণ ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিপূর্বে সংগঠিত প্রতিটি ঘটনা সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। জুলাই গন অভ্যুত্থানের নিহত শহীদ পরিবার গুলোর পূর্ণবাসন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ে দৃশ্যমান করতে হবে। ৫ই আগস্ট এর মধ্যে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত ঘোষণা পত্র ও শহীদ সনদ প্রদান নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার সম্পন্ন করতে হবে যাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) নির্বাচন আয়োজন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ও স্মৃতি সংরক্ষণে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামোর নাম জুলাই শহীদদের নামে নামকরণ করতে হবে।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমোদন বাতিল করতে হবে।এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ ফরহাদ মোল্লা নগর সভাপতি মাহদী হাসান মুন্না জেলা সহ-সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ শেখ নগর সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মেজবাহ জেলা অর্থ সম্পাদক নাছরুল্লাহ হুসাইন বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান নগর বিশ্ববিদ্যালয় সম্পাদক মাসুম বিল্লাহ স্কুল কলেজ সম্পাদক আমিনুল ইসলাম সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আল-সাহারিয়ার প্রমুখ নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।