খুলনার খবর ||গত রাতে ভোর ৪:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর পুলিশ জানতে পারে যে সোনাডাঙ্গা থানাধীন পূজাখোলা মন্দিরের সামনে এবং খুলনা থানার কলেজিয়েট গার্লস কলেজের সামনের রাস্তায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নেতাকর্মীরা অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত, জনমনে আতঙ্ক সৃষ্টি, খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিসাধন এবং অন্যান্য জেলার সাথে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে রাস্তার উপর টায়ারে আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ী ভাংচুর উদ্দেশ্যে একত্রিত হয়েছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে হয়ে পূজাখোলা হতে আসামী: ১) মিরাজ মাঝি (৪২) পিতা-আব্দুল খালেক মাঝি, সাং-বেশরগাতী, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এ/পি সাং-শান্তিনগর, থানা-সোনাডাঙ্গা মডেল থানাকে এবং কলেজিয়েট গার্লস কলেজের সামনে থেকে ২) দিনার হোসেন রনি(৪৪), পিতা-মৃত আবুল কালাম আজাদ, সাং-হোল্ডিং নং-টুটপাড়া বাইতুল আমান মহল্লা, থানা- খুলনা এবং ৩) ইব্রাহিম গাজী(২০), পিতা-মোঃ আব্দুল রহিম গাজী, সাং-মহেশ্বরীপুর, থানা-কয়রা, এ/পি সাং-নিরালা ছবেদা তলার মোড়, খুলনা মহানগরীদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে নাশকতার উদ্দেশ্যে হেফাজতে রাখা ১টি মোটরসাইকেল, আগুন জ্বালানোর ৯ টি পুরাতন টায়ার, প্লাস্টিকের বোতলে ১২০০ এমএল পেট্রোল উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে খুলনা এবং সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।