খুলনার খবর || খুলনা থানায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, তার ছোট ভাই শেখ সোহেল, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম এবং ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পরিচয়ে ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চেষ্টা, নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিসাধন, ও অন্যান্য জেলার সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার (২০ জুলাই) ভোর পৌনে ৫ টার দিকে কলেজিয়েট গার্লস স্কুলের সামনে থেকে মো: আব্দুল রহিম গাজীর ছেলে ইব্রাহীম গাজী ও আবুল কালাম আজাদের ছেলে জিনার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি টায়ার ও পেট্রোলজাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে। তারা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, মামলার ৩, ৪ ও ৫ নম্বর আসামিদের নির্দেশে তারা খানজাহান আলী সড়কের খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের সামনে আগুন লাগানোর জন্য অবস্থান করছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো: হাসানুর রহমান জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান দেখতে পায়। তখন ওই গাড়ির সঙ্গে থাকা নেতৃবৃন্দ পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
রূপসা ফাড়ির ইনচার্জ আমজাদ হোসেন বাদি হয়ে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, তার ছোট ভাই শেখ সোহেল, এডভোকেট শেখ সাইফুল ইসলাম, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনসহ অজ্ঞাত পরিচয়ে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন,মামলার নম্বর ২১।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।