আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি || জীবনের আসল অর্থ বৃক্ষরোপণ, গাছ থাকলেই জীবন থাকবে, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলীয় অঞ্চলের শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি এলাকার বিভিন্ন স্থানে উচ্চ ফলনশীল চারা রোপনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে সানাবাড়ি জামে মসজিদ, আলোর দিশারী নূরী মাদ্রাসা, মাইট প্যারাডাইস স্কুল ও গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ করা হয়।
ফলনশীল বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান। শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্যামনগর উপজেলার আহবায়ক শাহিনুর রহমান (শাহীন) ও মাইট প্যারাডাইস স্কুলের পরিচালক দিদারুল ইসলাম রাজু।
শাহিনুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৫ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু আমাদের দেশে রয়েছে ১৫ ভাগেরও কম। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপকূলীয় এলাকা সুরক্ষিত হবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান বলেন, উপকূলকে সুরক্ষিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপকূলীয় অঞ্চলে এ বৃক্ষরোপণ কর্মসূচিকে সাদুবাদ জানাই। আশা করছি এই কর্মসূচির মাধ্যমে উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত হবে। উপকূলীয় অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা করছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।