1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দাকোপে ফসলী জমি দখল ও বালু ভরাটের অভিযোগ – বিএনপি নেতাদের বিরুদ্ধে বাংলাদেশ বিমানে নয়, কাতার আমীরের পাঠানো  একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী, ও বিএনপি,র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  আর মাত্র কয়েক ঘন্টা! এবার কি তবে খুলনার মেয়র হতে চলেছেন মঞ্জু ফুলতলায় গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার খুলনা ফুলতলায় জামিরায় গৃহবধূকে ধর্ষণ,থানায় মামলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসী গ্রেফতার – কেএমপি নওগাঁয় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাষ্ট্রের মৌলিক সংস্কার না হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিবে- অধ্যক্ষ আব্দুল আউয়াল বেতন বৈষম্যের অবসান চান বেসরকারি শিক্ষকরা, কয়রায় বিটিএ’র সম্মেলনে সোচ্চার দাবি বেনাপোল সীমান্তে  দেশী পিস্তল ও গুলি উদ্ধার লক্ষ্মীপুরে পরকীয়ার জেরে ৩০ বছরের সাজানো সংসার ভেঙ্গে তছনছ বহুল প্রতীক্ষিত খুলনা-কয়রা দিঘির পাড় সরাসরি গেটলক বাস সার্ভিস চালু রিয়াদের পদত্যাগে জায়গা পেলেন লিটন বাংলাদেশ কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ। আশাশুনি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কেশবপুরে “শেকড়ের সন্ধানে”র সাহিত্য আসর অনুষ্ঠিত খুলনাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে দিনব্যাপী মেলার উদ্বোধন দিঘলিয়ায় নাজমুল উলুম কওমি মাদ্রাসা শুভ উদ্বোধনে-মুফতি আব্দুল মান্নান  খুলনা নগর মহিলা দলের কমিটি বিলুপ্ত

কপোতাক্ষের তীরে শুরু হয়েছে পীর বলুহ দেওয়ানের মেলা

  • প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪১ বার শেয়ার হয়েছে

যশোর(শার্শা) প্রতিনিধি // দুই বছর পর যশোরের চৌগাছায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ানের মেলা।গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।চলবে আগামী দশদিন।মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে মেলায় আসতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। শুধুমাত্র ব্যবসায়ীরা নয়, দূর-দুরাম্ত থেকে অনেক দর্শনার্থীও আসেন এ মেলা দেখতে।

প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার পীর বলুহ দেওয়ান (র.)-এর রওজা শরিফকে ঘিরে যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে কপোতাক্ষ নদীর তীরে এ মেলা বসে। তবে গত দুই বছর করোনার কারণে এ মেলা হয়নি। এ বছর ১৭টি শর্তে এ মেলার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।
এ বছর মেলায় আসবাবপত্র থেকে শুরু করে কসমেটিকস্, বাচ্চাদের খেলনা, খাবারের দোকানসহ বিভিন্নরক রকম প্রসাধনী এবং বিনোদনের দোকান বসেছে।

কথিত আছে, পীর বলুহ দেওয়ান অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল রহস্যজালে ঘেরা। তিনি উপজেলার যাত্রাপুর গ্রামের ছুটি বিশ্বাসের ঘরে জন্মগ্রহণ করেন। তবে জন্মকাল সম্পর্কে আজও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

ভক্তদের অনুমান, তিনি তিনশ’ থেকে চারশ’ বছর আগে জন্মগ্রহণ করেন। তার সম্পর্কে স্থানীয়দের মাঝে রয়েছে নানা অলৌকিক কাহিনী। জনশ্রুতি রয়েছে, যখন তার বয়স ১০ থেকে ১২ বছর তখন বাবার অনুমতি নিয়ে বিদ্যান বিলে গরু চরাতে যান। গরু দিয়ে ক্ষেত নষ্ট করার অভিযোগে মালিক গরু ধরতে গেলে তিনি গরুগুলোকে বক বানিয়ে গাছে বসিয়ে রাখেন।
বাবার মৃত্যুর পর তিনি উপজেলার হাজরাখানা গ্রামে মামার বাড়িতে থেকে অন্যের বাড়ি দিনমজুর খাটতেন। একদিন তিনি সর্ষে মাড়াই করতে মাঠে গিয়ে সর্ষের গাদায় আগুন ধরিয়ে দেন। সংবাদ শুনে গৃহস্থ মাঠে গিয়ে দেখেন, সর্ষের গাদায় আগুন জ্বলছে। তখন গৃহস্থ রাগান্বিত হলে তিনি হেসে বলেন, ‘ছাই উড়িয়ে দেখেন সর্ষে পোড়েনি’।

এ অঞ্চলে প্রচলিত আছে, একদিন তার মামি খেজুর রসের চুলায় জ্বাল দিতে বললে তিনি জ্বালানির পরিবর্তে চুলার ভেতর পা ঢুকিয়ে দেন, চুলায় আগুন জ্বলতে থাকে। কিন্তু তার পায়ের কোনো ক্ষতি হয়নি।

তার মৃত্যুর পর প্রতি বছর ভাদ্রমাসের শেষ মঙ্গলবার হাজরাখানা গ্রামে অবস্থিত তার রওজা শরিফে গরু, ছাগল, হাঁস, মুরগি, নারকেল ও নগদ টাকাসহ নানা প্রকার জিনিস দিয়ে মানত শোধ করা হয়ে থাকে। কালের পরিক্রমায় বহু বছর ধরে চলে আসছে এই প্রথা।

মাজারের এক ভক্ত মামুন খান বলেন, আমরা প্রতি বছর এ মেলায় আসি। পীর বলু’র সাধনা করি। তিনি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তার আশ্চর্যজনক অনেক কাজের ইতিহাস রয়েছে।

মেলায় মাদারীপুর থেকে আসা প্লাস্টিক ফুল ব্যবসায়ী আল-আমিন বলেন, পর পর দুই বছর পর এ মেলা হচ্ছে। তবে এবার এ মেলার অনুমতি নিয়ে অনেক সংশয় ছিল। হবে, কি হবে না এমন বিষয় নিয়ে দূর-দুরান্তের অনেক ব্যবসায়ী এবার আসতে পারেনি।

মেলায় দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক ওয়াহিদুল হক খান এই প্রতিবেদককে বলেন, মেলার সার্বিক পরিস্থিতি শৃঙ্খলভাবে রয়েছে। পুলিশ সারাক্ষণ টহল ও নজরদারি দিচ্ছে। কোনো অপ্রতিকর ঘটনা ঘটানোর সুযোগ নাই।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।