1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
সেবিকা হচ্ছে সমাজ বিনির্মাণের একটি মহান পেশা : এড. মনা ৬৮ বছরেও পূর্ণতা পায়নি তেরখাদার শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়টি এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় দুটি নতুন বিভাগ গঠন তদন্তকে ‘স্টেট অফ দ্যা আর্ট’ পর্যায়ে পৌঁছাতে হবে -সিআইডি প্রধান নিষিদ্ধ হলো আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন গুলোও সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের সব প্রচার-প্রচারণা নিষিদ্ধ – বিটিআারসি ১৪ দলের নিবন্ধন বাতিলসহ জাপা চেয়ারম্যানের গ্রেফতার দাবি আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় – কেএমপি কমিশনার বিএল কলেজের পুকুরে মৎস্য অবমুক্ত করেন – ছাত্রদল বিএনপির রাজনীতিতে ক্রিকেটার তামিম ? রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি – মঞ্জু সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র নগরীর ২৫নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মামুনুর রশিদ এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ১১,১২,ও ১৩ নং ওয়ার্ড বিএনপির মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন করা যাবে না- ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ  মোল্লাহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রর ভেন্যু মোল্লাহাট থেকে স্থানান্তরিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নগরীতে অজ্ঞাত পরিচয়হীন লাশ উদ্ধার  আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি পাইকগাছায় বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

অভয়নগরে তালাক প্রাপ্ত দম্পতির বিরুদ্ধে অর্ধ-ডজন মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৫৫৭ বার শেয়ার হয়েছে

প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চলের শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের তালাক প্রাপ্ত এক দম্পতির বিরুদ্ধে অর্ধডজনের ও বেশি মামলা। মামলার স্বাক্ষীরা জানেনা কখন তারা স্বাক্ষী হয়েছে। এলাকাবাসী বলছে প্রতিপক্ষকে হটানোর জন্যই এত মামলা।

জানা যায়, বাশুয়াড়ি গ্রামের মৃত আজিত শেখের কন্যা মিলি বেগম (৩৫) ও মৃত শরিতুল্যর ছেলে শরিফুল(৪০) তাদের বিয়ে হয় ৫০,০০০/- টাকা দেন-মোহর ধার্য্যে ৮-০১-২০১৭ তারিখে, বিয়ের পরপরই শারীরিক নির্যাতন করার অভিযোগে ঐ বছরের মাঝামাঝি সময়ে শরিফুলসহ তার দু সহযোগির নামে মিনি বাদি হয়ে যশোরের অভয়নগর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রি আদালতে একটি মামলা দায়ের করে মামলা নং- সি আর-৪৬৪/১৭ ধারা ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯। তাছাড়া মিনি তার স্বামীর নামে যৌতুক আইনের ৪ ধারায় আরো একটি মামলা দায়ের করে মামলা নং- সি আর ৩০০/১৭, ২০১৮ সালে প্রথমে তাদের সংসার তালাকের মাধ্যমে ভেঙ্গে যায়।

তালাকের পর শরিফুল বাদি হয়ে ২০১৮ সালের জানুয়ারি ও মার্চ মাসে যশোরের নির্বাহী আদালতে দুটি মামলা দায়ের করে মামলা নং- পি- ১২/১৮ এবং ১৮৬/ ১৮ উভয় মামলায় আসামী হয় মিনি পক্ষের ১৫ জন। এতে মিনি ক্ষিপ্ত হয়ে আরো ৮ জনকে আসামি করে একই মাসে অর্থাৎ মার্চ মাসে যশোরের নির্বাহী আদালতে আরো একটি মামলা দায়ের করে মামলা নং পি- ১৬২/১৮, ধারা ১০৭,১১৪,১১৭ (সি) । মিনির হামলার স্বীকার হয়ে ১৩ আগষ্ট২০১৮ তারিখে জুডিশিয়াল আদালতে শরিফুলসহ ৭ জনকে আসামী করে আবার ও মামলা করে মামলা নং- সি আর ১৯/১৮। যে মামলাটি এখন ক্রিমিনাল রিভিশন হিসাবে যশোরের দায়রা জজ আদালতে চলমান রয়েছে। ক্রিমিনাল আপিল মামলা নং ৯৫/১৮। এদিকে দেন-মোহর খোরপোস পাওয়ার জন্য যশোরের অভয়নগর সহকারি জজ আদালতে মিনি বাদী হয়ে একটি পারিবারিক মামলা দায়ের করে মামলা নং ১২/১৯।

পারিবারিক আদালতের মামলার রায় মিনির কাছে পৌছালে আবার ও পারিবারিক জারি-মামলা করে মিনি যে মামলা নং-১০/২১। তালাক হওয়ার পর ও উভয়ে প্রায় অর্ধ-ডজন মামলা চলমান রেখেছে। এ বিষয়ে শরিফুল পক্ষের একাধিক মামলার স্বাক্ষী মশিয়ার রহমান শেখ জানালেন, কাউকে না জানিয়ে ওরা আমাকে মামলার স্বাক্ষী করে।

এ বিষয়ে শরিফুল জানালেন, মিনিকে সে তালাক দিয়েছে তবে কয়েকটি মামলা সে করেছে তা আদালতে চলমান রয়েছে। মিনি বেগম জানালেন, সে অন্য জায়গাতে সংসার করছে তবে শরিফুলের করা মামলা চালাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে তার(মিনি’র) পরিবার।

সচেতন মহল দাবি করেছেন, এখনই সময় যদি প্রতিবেশিরা একত্রিত হয়ে বসে তালাক প্রাপ্ত দস্পতির বিষয়ে সমাধানের জন্য আলোচনা করে তবে সমাধান হতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।