মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা// ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’-এ স্লোগানকে সামনে রেখে লাখো প্রদীপ (মোমবাতি) প্রজ্জ্বলন করে ভাষা শহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে এই ব্যাতিক্রম আয়োজনের মধ্য দিয়ে ৫২ সালের ভাষাসৈনিকদের স্মরণ করা হয়।
একটি, দু’টি নয়-লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে দিবসটি পালন করে নড়াইলবাসী। মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে বর্ণমালা, আল্পনাসহ বাংলাদেশের নানান ঐতিহ্য তুলে ধরা হয়। আয়োজকরা জানান, নড়াইল একুশ উদযাপন পর্ষদ এর আয়োজনে ভাষা শহীদদের স্মরণে ১৯৯৮ সাল থেকে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথমবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যপ্তি বেড়েছে। এ বছর ৮ একর জায়গা জুড়ে এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ওড়ানো হয় ফানুস। বিশাল এই আয়োজন দেখতে প্রতিবারের ন্যায় এবছরও দুর-দুরান্ত থেকে হাজারো মানুষ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে এসে মোমবাতি প্রজ্জ্বলন উপভোগ করে। সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে লাখো মোমবাতি একসাথে জ্বলে উঠে সেই সাথে ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ এই গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুরু হয় গণসংগীত । গণসংগীত শেষে ব্যতিক্রমি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান । ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠান উপভোগ করেন হাজার হাজার দর্শক।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, গ্রীন ভয়েস নড়াইলের সমন্বয়ক শরিফুজ্জামানসহ নড়াইলের গন্যমান্য ব্যক্তিবর্গ। একুশের আলো উদযাপন পর্ষদের যুগ্ম সাধারন সম্পাদক মলয় কুন্ডু বলেন, (২১ ফেব্রুয়ারির) সন্ধ্যায় মোমবাতিগুলো প্রজ্জ্বলন করে আলোকিত করা হয় নড়াইল ভিক্টোরিয়া কলেজের বিশাল মাঠ। প্রতি বছরের মত মোমবাতির আলোয় দৃষ্টিনন্দন হয়ে ওঠে চারিদিক। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার করেন আয়োজকরা।