মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোরের কারবালা কবরস্থানে এক যুবকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা ।এ ঘটনায় নাইম হোসেন প্রান্ত নামের এক যুবককে আটক করা হয়েছে।আটক প্রান্ত কারবালা ধোপাপাড়ার মিন্টু মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে।আহত বিপ্লব মোল্লা ধর্মতলা খোলাডাঙ্গা এলাকার মিঠু মোল্লার ছেলে।স্থানীয়রা প্রান্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কারবালা মসজিদের সামনে পুকুরের সিড়ির কাছাকাছি এক যুবক দাড়িয়ে ছিলো। হঠাৎ প্রান্তসহ আরও কয়েকজন হাতে গাছি দা নিয়ে ওই যুবকের উপর হামলা চালায়।এলোপাথাড়ি ভাবে ঘাড়ে,কানে ও ডান পায়ের হাঁটুতে কুপিয়ে জখম করে।এসময় আশপাশের লোকজন এসে প্রান্তকে ধরে ফেলে। পরে স্থানীয়রা প্রান্তকে পুলিশের কাছে সোপর্দ করে। একই সাথে বিপ্লব মোল্লাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরই কারবালা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। অনেকে ইবাদত ছেড়ে কারবালা এলাকা ত্যাগ করেন।এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আব্দুর রউফ জানান, খবর পেয়ে তারা কারবালা কবরস্থানে যেযে প্রান্তকে হেফাজতে নেন । পরে প্রান্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় । প্রান্ত জানিয়েছে খোলাডাঙ্গা হ্যাচারী পাড়ার মোল্লার সাথে তার শত্রুতা ছিলো। সেই আক্রোশে প্রান্ত হামলা চালিয়েছে। তিনি আরও জানান, প্রান্ত ও মোল্লা দুজনেই মাদকের সাথে সংশ্লিষ্ট। এছাড়া তারা নানা অপরাধের সাথে জড়িত। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।
Leave a Reply