মোঃ ইমরান,বটিয়াঘাটা প্রতিনিধি// বটিয়াঘাটায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ৬ষ্ঠ মত পরিতোষ কুমার মেমোরীয়াল ফিদে র্যাপীড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত। বিশিষ্ট দাবা সংগঠক পুষ্পেন শীল’র সভাপতিত্বে আজ শুক্রবার (১লা এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া শ্রী শ্রী শীতলা মায়ের গাছতলা মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব সহ—সভাপতি ও জাতীয় দাবা বিচারক শাকিল আব্দুল্লা’র পরিচালনায় সাচিবুনিয়া সবুজ সংঘ ক্লাবের আয়োজনে, বাংলাদেশ দাবা ফেডারেশন এর সহযোগিতায়, আন্তর্জাতিক দাবা খেলোয়াড় সজল বিশ্বাস’র সার্বিক তত্ত্বাবধানে খেলায প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশন’র যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৭৩ জন দাবাড়ু অংশ নেন। সকাল ১০ টা থেকে শুরু হওয়া রাউন্ড পর্বে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাদের মধ্য থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ৪ জন দাবাড়ুকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ মাসুম হোসাইন, ১ম রানারআপ আশিষ মজুমদার, ২য় রানারআপ মহিমানুল ইসলাম, ৪র্থ স্থান অধিকার করেছেন সিএম চঞ্চল ঘোষ। প্রতিযোগিতায় নন রেটিং সেরা দাবাড়– হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল বাসার, স্থানীয় ভাবে নির্বাচিত হয়েছেন শচীন শীল ও কৌশিক বিশ^াস। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন লবনচরা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মোঃ বেলাল হোসেন, স্থানীয় জলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পার্থ রায় মিঠু, সরকারী জয়বাংলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ বদরউদ্দীন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন বিশ^াস, সুশেন মিস্ত্রী, অনুপ গোলদার, অ্যাডঃ আসাদুল আলম, শিশির গোলদার, সঞ্জয় মন্ডল প্রমুখ।
Leave a Reply