মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // নিজের স্ত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের গুজরাটে নিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় যশোরের বসুন্দিয়া বানিয়ারগাতীর আলোচিত প্রতারক কামরুল ইসলামকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে কামরুলের তিনটি পাসপোর্ট , স্ত্রীর পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক কামরুল যশোর সদর বসুন্দিয়া বানিয়ারগাতী গ্রামের ইউনুস আলীর ছেলে। আটকের পর হত্যার কথা স্বিকার করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, দেড় বছর আগে কামরুলের সাথে সালমা খাতুনের বিবাহ হয়। বিয়ের পর কয়েকমাস যেতে না যেতেই নানা দাবিতে কামরুল নির্যাতন শুরু করে। এরমাঝে কামরুল সালমাকে বুঝিয়ে চাকরির কথা বলে ভারতে নিয়ে যায়। গত ১৯ এপ্রিল থেকে ৬ মে সকাল ১১ টা পর্যন্ত যেকোন সময় কামরুল সালমাকে হত্যা করে ৮ মে রাত যশোরে ফিরে আসে। গ্রামের বাড়িতে পৌঁছালে সালমার বাবা মা সালমার ব্যাপারে জিজ্ঞাসা করলে নানা ধরণের তালবাহানা শুরু করে। ওই দিন রাতেই থানায় একটি অভিযোগ দেন সালমার বাবা শহিদুল। পরে এ ঘটনায় মামলা হয়। এরপর ঘাতক কামরুলকে ডিবি পুলিশ আটক করে।
Leave a Reply