মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা // নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামের মিলু মোল্লার স্ত্রী রাবেয়া বেগম( ৩০) একটি ধর্ষন মামলার সাক্ষী হওয়ায় তাকে এলোপাতাড়ি মারপিটসহ চেন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত রবিবার (১৫ মে) বিকাল ৪ টার সময় রাবেয়া বেগম নিজ বাড়ি থেকে একটু দূরে ঘুরতে বের হলে ওই সময় রাবেয়া কে একা পেয়ে ধর্ষণ মামলার আসামি কালনা গ্রামের খোকন মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৮), রেক্সনা বেগম, লিমা বেগম, চম্পা বেগম, খোকন মোল্ল্যা মিলে রাবেয়া বেগম কে ওই ধর্ষন মামলার সাক্ষী হওয়ায় এলোপাতাড়ি মারপিট করে ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও ৮ আনা ওজনের স্বর্ণের ২টি কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।
পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানায় এসে ওই ধর্ষকের নামে একটি লিখিত অভিযোগ দেন।
রাবেয়া বেগম আরো বলেন, আমি নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষক ফারুক একজন মাদক কারবারি ও ওই এলাকার ত্রাস।ওর ভয়ে মহিলারা রাস্তায় বেরোতে সাহস পায়না। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন বলেন, তদন্ত সর্বাপেক্ষা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।