এস,এম শামীম,দিঘলিয়া // খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী, এনভয় গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবিকা মিসেস সারমিন সালাম গতকাল বিকালে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন এর নন্দন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় এর কৃতি শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
নিত্য নন্দন রায় এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ভরত বর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী, এনভয় গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবিকা মিসেস সারমিন সালাম। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসনে, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মাদ শামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন, ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিলুফার ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক রিনা পারভীন, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, তেরখাদা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুয়ারা আবজাল, সাধারণ সম্পাদক নয়ন তারা,দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা নজরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসনে, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি, দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রিয়াজ, গাজী মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, হাসান মাহমুদ রাকিব, রানা মোল্লা, গাজী জিয়াউর রহমান দূর্জয়, সদস্য শেখ আল-আমীন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আমিনুর রহমান, রুপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক রুনা খাতুন, দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন আরাফাত, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান সহ প্রমূখ।
এর আগে তিনি নিজস্ব অর্থায়নে একই ইউনিয়ন এর রাধামাধবপুর গ্রামে অবস্থিত মাধবপুর আল-হেরা সামছুল উলূম কওমি মাদরাসার এতিম ও মেধাবী ছাত্রদের মাঝে কোরআন শরিফ ও পাঞ্জাবী বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।