মুন্সী মোয়াজ্জেম,শালিখা প্রতিনিধি // শালিখা থানার গঙ্গারামপুর ইউনিয়নের শোনাকুর,(গুচ্ছগ্রামে)এ ঘটনা ঘটে।মৃতের নাম মোছাঃ আকলিমা,পিতাঃ আব্দুকাদের মিয়া,গ্রামঃ শতখালি,মান্দারতলা পাড়া।এবং মৃতের স্বামী মোঃ সাগর।
আকলিমা তার নানা বাড়ি মধুখালি গ্রামে বসবাস করতো।২০২১ সালে সাগর ও তার স্ত্রী শোনাকুর গুচ্ছগ্রামে সরকারি বাড়ি পায়।গতকাল (০১ জুলাই) শুক্রবার দুপুরে মৃতের স্বামীর নানা বাড়ি মধুখালি থেকে রাগারাগি করে তার নিজ বাড়ি শোনাকুর গুচ্ছগ্রামে চলে আসে। এবং আনুমানিক রাত ১০.০০ টা থেকে সকাল ০৭.০০ ঘটিকার মধ্যে তার কোলের শিশুকে পাশে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সকালে বিষয়টা জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সব কিছু তদন্ত করে লাশ নিয়ে যায় থানায়। আকলিমার স্বামী সাগর ঘটনার পর থেকে পলাতক আছে।এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় কোনো মামলা হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।