এস,এম শামীম,দিঘলিয়া // খুলনা থেকে দিঘলিয়া থানা এলাকার হারিয়ে যাওয়া ৩ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর।দিঘলিয়া থানা পুলিশের এএসআই শাহিদুল ইসলাম জানান,দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশে ও পুলিশ পরিদর্শক রিপন কুমার সরকার এর নেতৃত্বে উদ্ধার কৃত মোবাইল ৩ টি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এএসআই শাহিদুল ইসলাম জানান,দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন এর বামনডাঙ্গা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২২) তার ব্যবহৃত মোবাইল ফোন গত ২৩/৩/২২ ইং চুরি হলে দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং-৯৫৬ পূর্বক বাগেরহাট থেকে উদ্ধার করে।
দিঘলিয়ার ফরমায়েশখানা এলাকার বাসিন্দা নয়ন তাঁরা (৫০) গত ২০ শে জানুয়ারী তার ব্যবহৃত মোবাইল ফোন চুরি হলে একটি সাধারণ ডায়েরী করেন যার নং- ৭২৫।এবং সুত্র মতে দিঘলিয়া থানা এলাকা হতে উক্ত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ ও লাখোহাটি গ্রামের সুজন খান (২৫ ) তার চুরি যাওয়া মোবাইল এর বিস্তারিত উল্লেখ করে গত ১৩/৪/২২ ইং দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং-৫১৪,উক্ত মোবাইল ফোন টি ৪/৭/২২ ইং চট্টগ্রাম থেকে উদ্ধার করে পুলিশের এএসআই শাহিদুল ইসলাম।এবং উদ্ধার কৃত মোবাইল ৩ টি মালিকের নিকট হস্তান্তর করা হয়।
Leave a Reply