আল-হুদা মালী, (শ্যামনগর) প্রতিনিধি // সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মাঝরাতে তাসকিরা নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল ২৪ জুলাই (রবিবার) আনুমানিক রাত দেড়টাই গাবুরার ৯নং সোরা গ্রামে কেয়ার রাস্তা নামক স্থানে এই ঘটনা ঘটে।
এলাকাসুত্রে জানা যায়,নিহত তাসকিরা ৯নং সোরা গ্রামের আঃ খালেক গাজীর ছেলে ইসমাইলের স্ত্রী। তিনি আবু হুরায়রা (৮) ও মুরসালিন(৩) এর মা।
নিহতের মেজো জা পারুল জানান, তাসকিরা আমার সেজো দেবরের স্ত্রী।সংসারে অভাব অনটনের কারণে আমার দেবর গত ৩/৪ দিন আগে বাহিরে দিনমজুরের কাজ করতে গেছেন। তাসকিরা প্রতিদিনের মত আজও খাওয়া ধাওয়া শেষ করে তার নিজের ঘরে ঘুমাতে যান কিন্তু রাত দেড়টার দিকে বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে তাসকিরার জা পারুল আক্তার তার ঘরে গিয়ে দেখেন তাসকিরা ঘরে নাই শুধু বাচ্চা দুইটা ঘরের খাটের উপর বসে কান্নাকাটি করছে। পরে পারুল আক্তার তার স্বামী ও ভাসুর কে ডাকেন। পারুল আক্তারের স্বামী ও তার ভাসুর পারুলের ডাক শুনে তাসকিরার ঘরে এসে দেখেন তাসকিরা ঘরে নাই। তখন তাসকিরার ভাসুর পারুলকে তাসকিরা টয়লেটে গেছে কিনা দেখে আসতে বলেন। পারুল লাইট নিয়ে দেখতে যাওয়ার পথে লাইটের আলোয় দেখতে পান তাসকিরার রান্না ঘরের পেছনে পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
তাসকিরার রক্তাক্ত অবস্থা দেখে ভয়ে চিৎকার করলে তার বাড়ির লোকজনসহ বাড়ির আশেপাশের লোকজন এসে দেখেন তাসকিরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় ইউ.পি সদস্য মঞ্জুর হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এবং তিনি বলেন,আমি থানায় ফোন দিয়েছি পুলিশ আসছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান,আনুঃ রাত ৩টায় আমার কাছে খবর আসে,খবর পাওয়ার সাথে সাথে আমি থানায় ফোন করে ঘটনাটি জানাই।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কাজী মুর্শিদ জানান, ঘটনাটি শুনেছি এবং সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্তের জন্য লাশটিকে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply