যশোর (শার্শা) প্রতিনিধি // মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোরের একটি দল উপপরিচালক জনাব হুমায়ন কবির খন্দকার সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব শাহিন পারভেজ এর নেতৃত্বে দুপুর প্রায় ০১ঃ৩০ ঘটিকায় যশোরের শার্শা থানাধীন গোড়পাড়া কলোনি পাড়ায় আসামীর একতলা বিশিষ্ট নিজ বসতঘরে অভিযানে মোছাঃ সুমি খাতুন (৪৫) কে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করে শার্শা থানায় মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য গত ১২/০৯/২০২২ তারিখে সুমি খাতুনের স্বামী সহ ০৩ জনকে ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,যশোর।আসামী-মোছাঃ সুমী আক্তার (৪৫) স্বামীঃ হযরত আলী শিকদার ওরফে পুচকে, সাং গোড়পাড়া কলোনী, ডাকঘরঃ লক্ষণপুর-৭৪৩০, থানাঃ শার্শা, জেলাঃ যশোর।
চক্রটি দীর্ঘদিন ধরে যশোরে পাইকারী আকারে মাদক ব্যবসায়ে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর তাকে জেলাখানায় হস্তান্তর করে।
চক্রের অন্যন্য সদস্যদের গ্রেফতারে অধিদপ্তরের অভিযান অব্যহত আছে।
Leave a Reply