1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বটিয়াঘাটা উপজেলায় পানিতে ডুবে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু কেশবপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী আলমগীরের স্ত্রী ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার  ঢাকার ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট  গাজীরহাটে সাংবাদিকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরি বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, প্রতিবাদ করায় পিতাসহ ৪ জন আহত খুলনা অনলাইন প্রেসক্লাব এর বিশেষ সভা অনুষ্ঠিত ধান নি‌য়ে বা‌ড়ি ফেরা হ‌লো না কয়রার দুই শ্রমি‌কের তালায় ট্রাক উল্টে খাদে; নিহত ২, আহত ১০ ২১ মে মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষনা ১৭ মে থেকে ৩ দিনের জন্য বেনাপোল স্থলবন্দর বন্ধ যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার  লোহাগড়ায় ইস্টার্ন ব্যাংক পিএলসি’র গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রেরণের ব্যবস্থা করতে হবে- মাওঃ আব্দুল আউয়াল  মানববন্ধন-সমাবেশ দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবী রামপালে লায়ন ড শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে ১৫ তম ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত কেশবপুরের তৃষান বসু দিব্য জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ হতে চায় দিঘলিয়ায় নির্বাচনী মাঠে ব্যতিক্রমী প্রচার-প্রচারণা আকৃষ্ট করল ভোটারদের খুলনায় তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ খুলনায় গণহত্যা জাদুঘরের দশম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

সরকারি হাসপাতালে ভর্তি সন্তান সম্ভবা নারীর অপারেশন ক্লিনিকে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৬৩ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সন্তান সম্ভবা নারীদের বিশেষ ব্যবস্থায় ক্লিনিকে সিজার করানোর অভিযোগ উঠেছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,সন্তান জন্ম দেওয়ার লক্ষ্যে ফিরোজা বেগমকে গত ১১ আগষ্ট সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা স্থিতিশীল জানিয়ে ‘লেবার ওয়ার্ডে’ কর্তব্যরত সেবিকারা তার স্বামী রফিকুল ইসলামকে আরও কিছু সময় অপেক্ষার পরামর্শ দেন। একপর্যায়ে রাতে প্রসব বেদনা শুরু হলে রোগীর অভিভাবকরা তাৎক্ষনিক অপারেশনের অনুরোধ জানায়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যানেসথেশিয়ার চিকিৎসক না থাকার অজুহাতে রাতে অপারেশনে অপারগতা প্রকাশ করেন কর্তৃপক্ষ।

এঘটনার কয়েক মিনিটের মধ্যে পার্শ্ববর্তী আনিকা ক্লিনিকের এক নারী কর্মচারী মোবাইলে যোগাযোগ করেন ফিরোজার স্বামীর সাথে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ঐ গৃহবধূকে রাত ৯টার দিকে সেখান থেকে বের করে ২৩ হাজার টাকা চুক্তিতে আনিকা ক্লিনিকে নিয়ে অপারেশন সম্পন্ন হয়। সেখানেও এ্যানেসথেশিয়ার চিকিৎসক না থাকলেও অপারেশনের দায়িত্বে থাকা ক্লিনিক পরিচালক ডাঃ আনিছুর রহমান নিজে সে দায়িত্ব পালন করেন।

একইভাবে ঈশ্বরীপুরের সন্তান সম্ভবা মনিরা খাতুনকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ১৯ অক্টোবর। পাঁচদিন অপেক্ষার পর দালালের প্ররোচনায় পড়ে ২৪ অক্টোবর অপারেশনের জন্য তাকে নেয়া হয় স্থানীয় বেসরকারি এ্যাপোলা হাসপাতালে। পরবর্তীতে ২২ হাজার টাকা খরচে সেখানে অপারেশনের মাধ্যমে সন্তান জম্ম দেন ঐ নারী।

তবে শুধু ফিরোজা বা মনিরা না। বরং মুড়োগাছা গ্রামের সানজিদা, ধুমঘাটের শাকিলা,শ্রীফলকাঠি গ্রামের আকলিমার মত আরও অসংখ্য সন্তান সম্ভবা নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভাগিয়ে পার্শ্বস্থ ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে নিয়ে অপারেশন করা হচ্ছে।

ক্লিনিকসমূহের পরিচালক ও স্থানীয় দালাল আর স্বাস্থ্য কমপ্লেক্সের কতিপয় চিকিৎসক ও সেবিকাদের যোগসাযশে হরহামেশা ঘটছে এমন ঘটনা। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভাগিয়ে নেয়ার পর যত্রতত্র গড়ে উঠা এসব ক্লিনিকে অপারেশনের সময় প্রসূতী মা ও নবজাতকের মৃত্যুর ঘটনাও ঘটছে। পরক্ষণে ক্লিনিক সংশ্লিষ্টরা ভুক্তোভোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ নানাভাবে ‘ম্যানেজ’ করার চেষ্টা করে বিষয়গুলোকে ধামাচাপা দেন।

জানা যায় সরকারিভাবে নিবন্ধনভুক্ত গর্ভবর্তী নারীরা সন্তান জম্মদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হলে বাইরের ক্লিনিকগুলো থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। নানা সুযোগ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে রোগীকে নিজেদের আস্তানায় ভিড়িয়ে অপারেশনের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তারা। এর আগে এ্যানেসথেশিয়া চিকিৎসক না থাকার কারণ দেখিয়ে অপারেশনের সাধ্যমে সন্তান জম্ম দেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু মানুষ তাদের বাইরে যেতে প্ররোচনা দেয়। পরবর্তীতে রোগীর পরিবারের নিকট থেকে আদায়কৃত টাকার একটি নির্দিষ্ট একটি অংশ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের সহায়তাকারীদের হাতে উঠিয়ে দেয়া হয়।

ভুক্তোভোগী পরিবারসমুহের অভিযোগ গরীব ও অসহায় হওয়ার কারণে তারা শুরুতে সেবা গ্রহনের জন্য সরকারি প্রতিষ্ঠানে যান। তবে এ্যানেসথেশিয়া চিকিৎসকের অনুপস্থিতিসহ নানা জটিলতায় পড়ে স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে পাশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে বাধ্য হন তারা। যার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি সার্বক্ষনিক চিকিৎসকের নজরদারিতে না থাকাসহ নানান ঝুকির মধ্যে পড়ছেন বলেও দাবি এসব রোগী ও তাদের স্বজনদের। আবার ক্লিনিকে নেয়ার পর নানা অজুহাতে দফায় দফায় বিল বৃদ্ধিসহ অপারেশন থিয়েটারে প্রবেশের পরও শারীরিক নানা সমস্যার কথা জানিয়ে অতিরিক্ত বিল আদায়েরও অভিযোগ তাদের।

কৈখালী গ্রামের ফয়সাল হোসেন জানায় তার খালা নাসিমা খাতুনকে গত ২০ আগষ্ট সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরের দিকে সন্নিকটস্থ অনিকা ক্লিনিকে নিয়ে যাওয়ার পর অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক তার এ্যানেসথেশিয়া দেন। একপর্যায়ে তীব্র শ্বাষকষ্ট শুরু হলে অল্পক্ষনের মধ্যে অপারেশনের আগে গর্ভে থাকা সন্তানসহ তার মৃত্যু হয়। এছাড়া সেপ্টেম্বরের ৭ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবর্তে ক্লিনিকে অপারেশনের পর মৃত্যু হয় মানিকপুর গ্রামের আবু মুছার মেয়ে রেহানা বেগমের।

অভিযোগের বিষয়ে প্রসূতী বিভাগে কর্মরত সেবিকা রিতা রানী জানান মাঝেমধ্যে অ্যানে্স্থেশিয়া চিকিৎসক না থাকায় কিছু রোগী ভর্তির পর স্বেচ্ছায় চলে যায়। তবে লেবার ওয়ার্ডের কারও সেসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি।

আনিকা ক্লিনিকের পরিচালক ডাঃ আনিছ বলেন, কাউকে ফুসলিয়ে বাইরে আনা হয় না। বরং ভাল ও উন্নত চিকিৎসার জন্য রোগীদের স্বজনরা প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে তাদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম জানান বিষয়টি আগে কেউ জানায়নি। তবে ভিতরের কেউ জড়িত নাকি বাইরের দালালদের তৎপরতায় এগুলো করছে তা তদন্ত করে দেখা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।