1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাজারে এলো ‘পারফরম্যান্স কিং’‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে শোকজ, প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার যশোরের হামিদপুর অটো ভ্যান বিতরণ ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দেশকে অন্যের কব্জায় তুলে দেয় এমন কাউকে আগামীতে ক্ষমতায় আনা যাবে না – নার্গিস বেগম কুয়েটের ৩৭ শিক্ষাথীকে শো-কজ : ক্লাশে ফিরেননি শিক্ষকরা খুলনায় ডাকাতিয়া খাল ইজারা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫ ! থানায় মামলা নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ফের বুধবার সেবিকা হচ্ছে সমাজ বিনির্মাণের একটি মহান পেশা : এড. মনা ৬৮ বছরেও পূর্ণতা পায়নি তেরখাদার শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়টি এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় দুটি নতুন বিভাগ গঠন তদন্তকে ‘স্টেট অফ দ্যা আর্ট’ পর্যায়ে পৌঁছাতে হবে -সিআইডি প্রধান নিষিদ্ধ হলো আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন গুলোও সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের সব প্রচার-প্রচারণা নিষিদ্ধ – বিটিআারসি ১৪ দলের নিবন্ধন বাতিলসহ জাপা চেয়ারম্যানের গ্রেফতার দাবি আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় – কেএমপি কমিশনার বিএল কলেজের পুকুরে মৎস্য অবমুক্ত করেন – ছাত্রদল বিএনপির রাজনীতিতে ক্রিকেটার তামিম ? রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি – মঞ্জু সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

মোংলায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

  • প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৪৯ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকালের দিকে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে-সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং গত ২৯’মে এই নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন উপকূলের কয়েকটি উপজেলার সাথে, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ,শরণখোলা ও মোংলা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেন। পরবর্তীতে আজ রবিবার (৯’জুন) এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেন। এবং এই নির্বাচনকে ঘিরে মোংলা উপজেলার ৪৮’টি কেন্দ্রের সবকটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই ৪৮’টি কেন্দ্রকে অধিক গুরুত্ব দিয়ে সতর্কতায় আছেন বা অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই মোংলা উপজেলা সামুদ্রিক বন্দর,ইপিজেড ও শিল্পাঞ্চল এবং সুন্দরবনের অবস্থান থাকার কারণে অন্য সব উপজেলার থেকে বিশেষ একটি অবস্থান রয়েছে। এ কারণে এখানে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীর বিশেষ একটি গুরুত্ব বহন করে। এ প্রেক্ষিতে এই মোংলা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হতে প্রার্থীরা প্রচার-প্রচারণায় মরিয়া হয়ে ছিলেন।

রবিবার (৯’জুন) সকালে প্রতিটি ভোট কেন্দ্রের সরজমিনে গিয়ে দেখা যায়, এই মোংলা উপজেলায় ১’টি পৌরসভা ও ৬’টি ইউনিয়ন এবং ৪৮’টি ভোট কেন্দ্র রয়েছে, এবং প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সবকটিকেই অধিক গুরুত্ব দিচ্ছেন বা বিশৃঙ্খলা এড়াতে এখানে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি ৬’জন নির্বাহী ও ১’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন। এবং ভোটারদের কাছে নির্বাচন সহজ করতে এই নির্বাচনে ৪৮’জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ২৬০’জন এবং ৫২০’জন পুলিস অফিসার দায়িত্ব পালন করছেন।

এই মোংলা উপজেলা নির্বাচনের তথ্য অনুযায়ী জানা যায়, এই মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪’জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭’জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩’জন ভোটের মাঠে লড়ছেন। এখানে ১’লাখ ২০’হাজার ৪৬৫’জন ভোটারের মধ্যে ৬০’হাজার ৪৭৭’জন, নারী ৫৯’হাজার ৯৮৫’জন এবং তিনজন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৯’মে। ঘূর্ণিঝড় রেমালের কারণে তা পিছিয়ে আজ রবিবার (৯ জুন) করার সিদ্ধান্ত হয় এবং এটিই হবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের শেষ নির্বাচন। এদিকে মোংলা উপজেলার নির্বাচনকে সুষ্ঠু করতে সব রকম প্রস্তুতি নিয়েছি আমরা বা উপজেলা নির্বাচন অফিস’সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা-বাহিনী।

এ বিষয়ে তিনি আরও বলেন, এই মোংলা উপজেলার ৬’টি ইউনিয়নের ৪৮’টি ভোট কেন্দ্র রয়েছে, আর প্রতিটি ভোট কেন্দ্রেই সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা বিভিন্ন স্থানে ঘুরেছি বা দেখেছি। কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাইনি। আশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।