1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রার পর্যটন কেন্দ্রটি এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে “খুলনা-৪ আসন (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আমাদের পক্ষে হবে ইনশাআল্লাহ।” শরীফ শাহ কামাল তাজ নির্মাণ কাজে ধীরগতি, যশোর-খুলনা মহাসড়ক এখন এক মরণ ফাঁদ, জনদুর্ভোগ চরমে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান কাল ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ – প্রধান উপদেষ্টার যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান সুস্থতা কামনা করে, অসুস্থ নেতাদের শয্যা পাশে – মহানগর নেতৃবৃন্দ  পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড.মনা কয়রায় ৮০ কেজি বিষাক্ত চিংড়ি ও নৌকা জব্দ কুয়েট থেকে ভিসি নিয়োগ, বেতন ভাতার দাবিতে কর্মচারীদের মানববন্ধন খুলনায় এনসিপির পথসভা হবে দুটি স্থানে সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  তালুকদার আব্দুল খালেক  ও হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ত্রিশা‌লে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্য লোহাগড়ায় আন্ত:জেলা ডাকাত দলের প্রধান তুষার শেখ স্ত্রীসহ গ্রেফতার, স্বর্ণ উদ্ধার বাগেরহাটে রাতভর ডাকাতি হওয়া মালামাল’সহ আটক -৭ নগরীতে বৃষ্টির মধ্যে সড়কে কার্পেটিং না করার দাবি নিসচার

গাবুরার খোলপেটুয়া নদের বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২২৯ বার শেয়ার হয়েছে

গাবুরার খোলপেটুয়া নদের বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

আল-হুদা মালী,শ্যামনগর || সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার খোলপেটুয়া নদের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। আজ শনিবার (২২ জুন) দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মালিবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ১৫ নম্বর পোল্ডারের ৪০ থেকে ৫০ মিটার অংশ নদে ধসে পড়ে।

বেড়িবাঁধ ভাঙনে হুমকিতে পড়েছে বাঁধসংলগ্ন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা, ডুমুরিয়া গ্রামসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ। এ ছাড়া ভাঙনরোধে অবিলম্বে পাউবোর পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়া হলে অসংখ্য মাছের ঘের নদের লোনাপানিতে ডুবে যাওয়ায় আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

৯নং সোরা গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে গ্রামের খোলপেটুয়া নদের তীরবর্তী বাসিন্দারা বেড়িবাঁধে হঠাৎ ফাটল ও ধস দেখেন। সহায়-সম্পত্তির ক্ষতির আশঙ্কায় এলাকার কিছু মানুষ ওই সময় বাঁধ রক্ষায় কাজ শুরু করেন। তবে আজ দুপুরের পরে বড় বড় মাটির খণ্ড নিয়ে বেড়িবাঁধের ৪০ থেকে ৫০ মিটার অংশ মুহূর্তেই নদে বিলীন হয়ে যায়।

৯নং সোরা গ্রামের মালীবাড়ি বেড়িবাঁধ এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আজ দুপুর থেকেই বাঁধ ধসে যাওয়া জায়গায় মাটি ও বস্তা ভর্তি বালু ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ভাঙন আটকানোর চেষ্টা করেছেন তাঁরা। তবে দুপুরের পরে ভাঙনের পরিধি বেড়েছে। এভাবে চলতে থাকলে কী হবে, তা বলা যাচ্ছে না।

ভাঙ্গন কবলিত এলাকায় খবর নিয়ে জানা গেছে, বাঁধের যে স্থান ভেঙে গেছে সেখানকার বাঁধ আর দুই থেকে তিন হাত বাকি আছে। ওই বাঁধের মাটি ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে। ধসে যাওয়া স্থানে সংস্কারের চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। কেউ পাশ থেকে মাটি কেটে ধসে যাওয়া স্থানে ফেলছেন আবার কেউ বস্তায় বালু ভর্তি করে ধসে যাওয়া বাঁধের স্থানে দিচ্ছেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মনজুর হোসেন বলেন, এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাঁধের ওই স্থান ভাঙন দেখা দিয়েছিল। সে সময় পাউবো ওই বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। তবে সঠিক তদারকি না থাকায় কাজে বাঁধটি মেরামতে ব্যাপক অনিয়ম হয়। এ কারণে মাস না পেরোতেই বাঁধটি ভাঙনের শঙ্কার মুখে পড়েছে। তিনি আরও বলেন, আজ দুপুর থেকে ভাঙনকবলিত স্থানে নদের পানি লেগে বাঁধের মাটি ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শনিবার দুপুরের পর গাবুরা ৯নং সোরা মালীবাড়ি সংলগ্ন বেড়িবাঁধে হঠাৎ নদী ভাঙনে বাঁধের বেশ কিছু অংশ ভেঙেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালু ভর্তি জিও বস্তুা ফেলানোর ব‍্যবস্থা করা হয়েছে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা গাবুরার এ ভাঙন বিষয়ে খোঁজ খবর রাখছেন। আমি নিজেও সেখানে যাচ্ছি। জরুরী ভাবে রাতেই সেখানে বস্তা ফেলানোর কাজ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।