ওলিউল্লাহ বাহার,কয়রা উপজেলা প্রতিনিধি || স্বামী শাশুড়ি ও তিন সন্তান নিয়ে সুখের সংসার ছিল জোসনা অধিকারীর(৩৫)।পাকা বাড়ি সামনে বড় পুকুর সবকিছুই ছিল তার স্বপ্ন ছিল তিন সন্তানকে মানুষের মতো মানুষ করবেন কিন্তু সব স্বপ্নই এখন ফিকে।
স্বামী অশোক অধিকারী দ্বিতীয় বিয়ে করে আগে গোপনে বসতভিটা ও ফসল জমির করে দিয়ে গেছেন বাড়ির ১৭ শতাংশ এখনো অবিকৃত গত ৫ আগস্টের পর আইন-শৃঙ্খলা অবনতির সুযোগে বোন ক্রেতা লোকজন দিয়ে নিয়েছে সবকিছুই থেকে ছোট সন্তান আর বিদ্যায় অন্যের ঘরের আশ্রয় নিয়েছে জোসনা। খুলনার কয়রা উপজেলার উত্তর প্রদেশি গ্রামে এই পরিবারের গত ৬ই আগস্ট থেকে উচ্ছেদ করা হয় তাদের এরপর কিছুদিন এখানে সেখানে পরে গ্রামের একটি এবারে তাদের আশ্রয় দিয়েছে গত শুক্রবার আশ্রয়দাতার বারান্দায় ছোট মেয়ে দিশাকে (৩)কোলে নিয়ে না থামানোর চেষ্টা করছিলেন জোসনা বসে মেজো মেয়ে অমৃতা (৫)মায়ের কাছে কে যেন বায়না করছিল। ঘরের সামনে অচেনা মানুষ এগিয়ে আসেন জোসনা এ প্রতিনিধিকে বলেন ভুল সিদ্ধান্তে আমাদের কপাল পুড়েছে ছোট দুই মেয়ে ছাড়া প্রান্ত ও(১৪)নামের আরেকটি ছেলে আছে বাড়িতে আশ্রয় নিতে পারলি তো গতর সন্তানকে মানুষ করতে পারতাম।কিন্তু কি তোর ভাগ্য আশ্রয় নিতে হয়েছে গানগুলোর অন্ধকার এইভাবে বাইসে থাকা যে কত কষ্টের তা আমার মত আর কেউ বুঝবে না। জোসনার শাশুড়ি মায়া আমার ছেলেটা মানুষ না পথে বসিয়ে আইছে জমি বিক্রির কথাও আগে জানতাম না শুনছি যে, কিনেছে বিদেশ থাকে তার পক্ষ নিয়ে হঠাৎ একদিন ২০ – ২৫ জন অপরিচিত মানুষ এসে ঘর থেকে বায়ের কইরে দিছে, পরনে যা ছিল তা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। কার কাছে বিচার চাইবো কেউ তো সঠিক বিচার করে না। ভগবানের উপর বিচার দিছে উত্তর
বেদকাশী চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন,বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে দফায় দফায় সালিশ হয়েছিল দেখা গেছে স্বামী অশোক অধিকারী ৬৬ শতাংশ জমির মধ্যে মালয়েশিয়া প্রবাসী গোলাম রসূল ৪৯ শতাংশ জমি কিনে। বাকি জমি এখনো ও অবিক্রিত আছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কয়রা উপজেলা ফোন করতা বলেন যদি ওই অংশে তাদের জমি থেকে থাকে তাহলে তা উদ্ধারের ব্যবস্থা করা হবে সঙ্গে পরিবারটি যাতে কোন সমস্যা না হয় সেদিকেও খেয়াল নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।