আরিফুল ইসলাম রিয়াজ, বাগেরহাট ||১৭ ই মে বাগেরহাটের মোল্লাহাটে গনি শেখ (২৫) নামক এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যর খবর পাওয়া গেছে। তবে এটা আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে চলছে নানা গুঞ্জন।
শুক্রবার ১৬ মে উপজেলার গাংনী ইউনিয়নের চরকান্দি গ্রামে এ রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত গনি শেখ চরকান্দি গ্রামের মৃত রিফাত শেখের পুত্র।
ঘটনার বরাত দিয়ে নিহতের মা জানান, অসুস্থতার খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ছেলে লাশ হয়ে পড়ে আছে। পরে জানতে পারি আমার ছেলে নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তবে আমার ছেলের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে, পোড়া ক্ষত রয়েছে, সে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের ভাই জাকারিয়া শেখ জানান, জাবের শেখ ও লোয়াব সরদার রাতে গনিকে ডেকে নিয়ে যায়, এর পর সকালে তার লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই, এ হত্যাকাণ্ডের সাথে জাবের শেখ ও লোয়াব সরদার জড়িত থাকতে পারে।
নিহতের স্ত্রী লিয়া বেগম (১৮) জানান, ঘটনার দিন দেনা-পাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে গনির সাথে তার কথা কাটাকাটি হয়, রাতে গনি একটি মুখ খোলা বোতলে সেভেনআপ এনে দেয়, আমি নিজে অর্ধেক খেয়ে ওকে অর্ধেক খেতে দিয়েছি।
তার পর সে আমাকে বলে তুমি রাগ করোনা ময়না, আমি সব দেনা পরিশোধ করে দিব, তোমাকে আর কাজ করতে হবে না, আমি এখন থেকে তোমাকে বাজার ঘাট করে দিবো।
এই বলে সে গাঁজা বানিয়ে সেই গাঁজা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আমি আমার সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাতে কি হয়েছে আমি জানি না। সকালে ঘুম থেকে উঠে তাকে খুঁজে না পেয়ে দেখি সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে কিন্তু তার পা মাটিতে লেগে ছিল।
এরপর আমি তার গলার দড়ি কেটে দিয়েছি। এ ঘটনাকে তিনি হত্যা বলে দাবী করেন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।
এবিষয়ে মোল্লাহাট থানায় অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, নিহতের বড় ভাই আত্মহত্যা সংক্রান্ত একটি সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে, লাশের সুরতহাল প্রস্তূত করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।