পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||যশোরের কেশবপুরে ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা-২০১৯ এর বিভিন্ন নির্দেশনা অমান্য করে ঘের স্থাপন ও পরিচালনা করার অপরাধে তিন ঘের মালিককে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শুক্রবার ১৬ মে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য ঘেরে অভিযান চালিয়ে পৃথক-পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলায় ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা-২০১৯ এর বিভিন্ন নির্দেশনা অমান্য করে ঘের স্থাপন করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার বিভিন্ন মৎস্য ঘেরে অভিযান চালিয়ে মৎস্যঘের স্থাপন নীতিমালার নির্দেশনা অমান্য করার অপরাধে ঘের মালিক মাগুরখালী গ্রামের মেহেদী হাসান (৩২) কে পাঁচ হাজার, সুজাপুর গ্রামের শিমুল হোসেন (৩২) কে দশ হাজার এবং আজাদের ঘেরের ম্যানেজার কন্দর্পপুর গ্রামের রবিউল ইসলাম (৩৮) কে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা-২০১৯ এর বিভিন্ন নির্দেশনা অমান্য করে ঘের স্থাপন করার অপরাধে তিন ঘের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নীতিমালার বাহিরে কেউ যদি মৎস্য ঘেরে ভুগর্ভস্থ থেকে পানি উত্তোলন এবং সরকারি রাস্তার চেয়ে ঘেরের বেড়িবাঁধ উঁচু করে ঘের স্থাপন বা পরিচালনা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ষা মৌসুমেও এ উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেজন্য মৎস্য ঘের স্থাপন নীতিমালা বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।