খুলনার খবর || তীব্র রোদ ও কয়েক দিনের ভ্যাপসা গরমের পর শনিবার রাত দশটার দিকে খুলনায় নেমেছে স্বস্তির বৃষ্টি।গত কয়েকদিন যাবৎ খুলনার আকাশে রোদের ব্যাপক তীব্রতা ছিল।
এর মাঝেই রাত সাড়ে ৯ টার পরে হালকা বাতাসে নগরজুড়ে সৃষ্টি হয় ধুলোর ঝড়।পরে বৃষ্টি নামে।এতে জনজীবনে শান্তি ফিরে আসে।রাত ১০ টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। সাথে চলেছে হালকা বজ্রপাত।
শনিবার বিকাল থেকেই খুলনার আকাশে ছিল হালকা মেঘ।কখনো রোদ আবার কখনো মেঘের আনাগোনা ছিল আকাশে। রাত দশটা থেকে শুরু হওয়া আচমকা বৃষ্টি প্রকৃতি শীতল করে দিয়েছে।
বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন খুলনাবাসী। তবে তারা আরও বেশি সময় বৃষ্টি প্রত্যাশা করছেন। বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করে অনেকে ফেসবুক পোস্টে দিয়েছেন।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে জানানো হায় খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
যার ফলশ্রুতিতে খুলনাবাসী পেয়েছে স্বস্তির বৃষ্টি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।