এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার ||সফর শেষে রাজধানী ঢাকায় ফেরার পথে সাংবাদিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৩৫ জন সাংবাদিক আহত হয়েছেন।
রোববার (১৮ মে) বিকেলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নুরুজ্জামানসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা। তারা জানান, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সাতক্ষীরা সফর কাভার করতে সেখানে গিয়েছিলেন।
রবিবার দুপুরে ঢাকায় ফেরার পথে গুড়ি গুড়ি বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
মো. নুরুজ্জামান বলেন, “হঠাৎ ব্রেক কষতেই বাসটি স্লিপ করে উল্টে যায়। বাসে থাকা সকল যাত্রীই কমবেশি আহত হয়েছেন, তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।”
দুর্ঘটনার পর আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য সাতক্ষীরা বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও সৌভাগ্যবশত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।