আমজাদ হোসেন নওগাঁ ||নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জেরে ধরে বিষ্ণুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল পরামানিকে পিঠিয়ে যখমের অভিযোগ পাওয়া গেছে। আহত রেজাউল প্রামানিক খোর্দ্দবান্দাই খাড়া গ্রামের মৃত আজিমউদ্দিন প্রামানিকের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, এছাড়াও স্থানীয় আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন, জুয়েল রানা, ঝঞ্জু সহ প্রায় শতাধিক নারী-পুরুষ।
এ সময় বক্তারা বলেন,খোর্দ্দবান্দাই খাড়া গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে দেলোয়ারের নেতৃত্বে এই এলাকার মনোয়ার, আসাদ, মাহবুবুর রহমান, দেলোয়ারের ছেলে এখলাছ হোসেন, সন্ন্যাস বাড়ি গ্রামের সাজেদুল ও আব্দুল আলিমসহ বেশ কয়েকজন দাঙ্গাবাজ বিএনপির নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে।
সেই সাথে গত শুক্রবার যুব দল কর্মী রেজাউলের উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাই এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।
এ সময় ইউনিয়ন যুবদলের সভাপতি আফতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ বলেন,দেলোয়ার হোসেন দেলুর যুবদলের সাথে কোন সম্পৃক্ততা নেই।
তবে অভিযুক্ত দেলোয়ারের দাবি, মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই তাকে হেও প্রতিপন্ন করার জন্য এলাকার কুচক্রী একটি মহল গুজব ছড়াচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।