বেনাপোল প্রতিনিধি ||চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কেন্দ্রী য় যুবলীগের সহ-সাধারণ সম্পাদক জামিল আ হমেদ( ৪২) নামে ঢাকায় এক যুবলীগ নেতাকে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তার পাসপোর্ট নাম্বার Ao.৩৫৬৬৫৩৯ ।
সোমবার (১৯) মে ১১ টার সময় বেনাপোল দিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে, তিনি ইমিগ্রেশনে আসেন, এ সময় তার পাসপোর্ট স্টপ লিস্ট থাকাই ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, ভারতে যাওয়ার উদ্দেশ্যে বহির্গমন সিল মারার জন্য পাসপোর্টটি জমা দিলে, অনলাইনে তার পাসপোর্টটি স্টপ লিস্ট দেখালে, তাকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা সন্দেহজনক হওয়াই, তাকে গ্রেফতার করা হয় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
এবং তিনি আরও বলেন, ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায়, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনেকে পালিয়ে ওপারে যাচ্ছেন ।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এদের কেউ, কেউ ধরা পড়লেও, অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছন পার্শ্ববর্তী দেশ ভারতে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।