খুলনার খবর ||বাংলাভিশনের ন্যাশনাল ডেক্স ইনচার্জ ও জ্যৈষ্ঠ বার্তা কক্ষ সম্পাদক শাফিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ মে ঢাকা মগবাজারে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন)। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা।
পরিবারের অধিকাংশ সদস্য খুলনায় বসবাস করেন। আগামীকাল টুটপাড়া কবরস্থানে তার দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। জানাজা ও দাফনের সময় এখনো চূড়ান্ত হয়নি।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল সাড়ে দশটায় খুলনার তালতলা জামে মসজিদের ( রয়েল মোড় থেকে রূপসার দিকে যাওয়ার সময় বাম হাতে একটু ভেতরে) সামনে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
খুলনার খবরের পক্ষ থেকে শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।