1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বিএনপি নেতার গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ বিমান বন্দরে আটক নুসরাত ফারিয়া, সোমবার তোলা হবে আদালতে সাতক্ষীরা থেকে ফেরার পথে সাংবাদিক বহনকারী বাস খাদে, আহত ৩৫ নড়াইলে বিএনপি নেতাকে প্রধান আসামি করে হত্যা মামলা, গ্রেফতার দু’জন খুলনায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধা অনুদান খুলনায় কোরবানীর জন্য এক লাখ ৬৩ হাজার ৩১টি পশু প্রস্তুত খুলনায় সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে হাত পাখা মেয়র প্রার্থী আব্দুল আউয়াল এর অভিযোগ পত্র দাখিল খুলনার খবর এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করবেন মোসা: চায়না খাতুন কুয়েটে এবার প্রশাসনিক কার্যক্রমও বন্ধের ঘোষণা – শিক্ষক সমিতির সকল অপরাধের বিচার করে একাডেমিক কার্যক্রম চালুর দাবি – কুয়েট শিক্ষার্থীদের উপ – পরিচালকের দায়িত্ব পেয়ে ও ডাঃ সুজাত আহমেদ যোগদানে বাঁধা নগরীতে স্বস্তির বৃষ্টি কেশবপুরে মৎস্য ঘের স্থাপন নীতিমালা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা লোহাগড়ায় সপ্তাহের ব্যবধানে দু’ই খুন;আতংকিত সাধারণ মানুষ বিএনপির সমাবেশ শুনলেই ছুটে যান ধানমানব – ইউনুচ নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও হবে! যা জাতির জন্য দুভার্গ্য: সালাহউদ্দিন যশোর বেনাপোলে সাড়ে ৬০ লক্ষ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ মোল্লাহাটে চরকান্দি গ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু খুলনায় ১০০০ পিস ইয়াবা সহ আটক -১ নগর ভবনের সব ফটকে তালা! ইশরাক সমর্থকদের , সেবা ব্যাহত

রামপালে ছিনতাই চক্রের ৭’সদস্য আটক

  • প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণকারী চক্রের নারী সদস্য’সহ ৭’জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় গত মঙ্গলবার ১৬ জানুয়ারি রাত সোয়া ৯’টায় আদিল মাহামুদ নামের এক ভুক্তভোগী রামপাল থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেছেন।

গত মঙ্গলবার ১৬ জানুয়ারি ওই রাতেই রামপাল থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চক্রের প্রধান ও এক নারী সদস্যসহ সাতজনকে আটক করে।আটকদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগত টাকা উদ্ধার করেছে পুলিশ। আটকদের বুধবার(১৭ জানুয়ারি) বেলা ১১টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের আত্মসমর্পণকারী বনদস্যু রফিকুল ইসলামের ছেলে মো. শাহীন শেখ (২২), একই গ্রামের আবুল হাসেম শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ (২০), ইব্রাহিম মোল্লার ছেলে আসলাম মোল্লা আকাশ (২০), গোলাপ শেখের ছেলে ইমন শেখ (১৭), উজিরের ছেলে ফেরদৌস হাসান জয় (১৭), মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রমজান শেখ (১৭) ও টিটু মোল্লার মেয়ে সুরাইয়া আক্তার টিনা (১৮)। পলাতক রয়েছে সিয়ামসহ অজ্ঞাত আরও ৩, ৪ জন।

থানার এজাহার সূত্রে জানা গেছে, বনদস্যু রফিকুল ইসলামের ছেলে শাহীন শেখ মোবাইল ফোন ব্যবহার করে কথিত প্রেমিকা টিনাকে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে একটি প্রতারক সিন্ডিকেট গড়ে তোলে। তারা ওই নারী সদস্যকে দিয়ে প্রথমে প্রেমের ফাঁদ পাতে। এক পর্যায়ে তারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার মেক লিমিটেড কোম্পানির ম্যানেজার আদিল মাহামুদকে ট্রাপে ফেলে। ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় তার ব্যবহৃত মুঠোফোনে কল দেয় ওই নারী সদস্য। এক পর্যায় ওই সময় তাকে খুলনা মোংলা মহাসড়কের ভেকটমারী বেলাই ব্রীজের কাছে আসতে বলেন। আদিল মাহামুদ সেখানে গেলে আগে থেকে ওতপেতে থাকা ওই চক্রের সদস্যরা তাকে বেঁধে মাহিন্দ্রা গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাঁকে হত্যার হুমকি দিয়ে বেদমভাবে মারপিট করে।

এক পর্যায়ে আসামিরা তার কাছে থাকে নগদ টাকা,একটি টিভিএস মোটরসাইকেল, এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা ভিকটিমের বাড়িতে ফোন করিয়ে কয়েক দফায় বিকাশ ও রকেট এ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৮০ হাজার টাকার মত নিয়ে নেয়। রাত সাড়ে ১০টায় তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে ছেড়ে দেওয়ার আগে আরও ৬ লক্ষ টাকা দাবি করে। মামলার অনুসন্ধানে ব্যবহৃত মাহিন্দ্রের ড্রাইভার মো. রবিউল ইসলামের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক ওই চক্রের সদস্যদের আটক করা হয়।

এ বিষয়ে (রামপাল-মোংলা) সার্কেল এএসপি মুশফিকুর রহমান তুষার এবং রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটক প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। আমরা ওই চক্রের প্রধান হোতা শাহীনকে ও নারী সদস্যসহ সাত জনকে আটক করেছি। কয়েকজন পলাতক রয়েছে। এর সাথে আরও কেউ জড়িত আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।