1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
সেবিকা হচ্ছে সমাজ বিনির্মাণের একটি মহান পেশা : এড. মনা ৬৮ বছরেও পূর্ণতা পায়নি তেরখাদার শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়টি এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় দুটি নতুন বিভাগ গঠন তদন্তকে ‘স্টেট অফ দ্যা আর্ট’ পর্যায়ে পৌঁছাতে হবে -সিআইডি প্রধান নিষিদ্ধ হলো আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন গুলোও সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের সব প্রচার-প্রচারণা নিষিদ্ধ – বিটিআারসি ১৪ দলের নিবন্ধন বাতিলসহ জাপা চেয়ারম্যানের গ্রেফতার দাবি আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় – কেএমপি কমিশনার বিএল কলেজের পুকুরে মৎস্য অবমুক্ত করেন – ছাত্রদল বিএনপির রাজনীতিতে ক্রিকেটার তামিম ? রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি – মঞ্জু সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র নগরীর ২৫নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মামুনুর রশিদ এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ১১,১২,ও ১৩ নং ওয়ার্ড বিএনপির মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন করা যাবে না- ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ  মোল্লাহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রর ভেন্যু মোল্লাহাট থেকে স্থানান্তরিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নগরীতে অজ্ঞাত পরিচয়হীন লাশ উদ্ধার  আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি পাইকগাছায় বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পাইকগাছায় ছুটি না নিয়ে দীর্ঘ দিন পলাতক লস্কর ইউপি চেয়ারম্যান,বিপাকে ইউনিয়নবাসী

  • প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || গত ৫ আগস্ট সরকারের পতনের সাথে সাথে খুলনা পাইকগাছা উপজেলা ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন পলাতক রয়েছেন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তর থেকে বিধি মোতাবেক ছুটিও গ্রহন করেননি তিনি। দীর্ঘ দিন চেয়ারম্যান পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যানদের মধ্যে থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। যার ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। বিপাকে পড়েছে ইউনিয়নের হাজার হাজার মানুষ। কি কারনে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব না দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে তার সঠিক কারন জানতে না পেরে ক্ষুব্ধ ইউনিয়ন বাসী।

সরেজমিনে দেখা যায়, ৬ নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন গত ০৫ আগষ্টের পর থেকে পালিয়ে আছেন। ইউনিয়ন পরিষদে আসাতো দুরের কথা নিজ এলাকায়ও তারা দেখা মেলেনি। স্থানীয়রা জানান-বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি  একবার সতন্ত্র প্রতিকে নির্বাচিত হন। পরে দুইবার নৌকা প্রতিক নিয়ে তিনি ভোট ডাকাতি করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন। প্রথম মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পর কিছুটা জনগণের সাথে সম্পৃক্ত থাকলেও বাকি দুই বার নৌকা প্রতিক বাগিয়ে ভোট ডাকাতির মাধ্যমে চেয়ারম্যান পদে বসে হয়ে পড়ে জন বিছিন্ন। জড়িয়ে পড়েন নানা অনিয়মের সাথে। তুহিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পাইকগাছা থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একদিকে নৌকা প্রতিকের চেয়ারম্যান অন্যদিকে থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার কারনে নিজেকে ইউনিয়ন পরিষদের একচ্ছত্র অধিপতি ভাবতে শুরু করেন তিনি। ইউনিয়ন পরিষদের সদস্যদের কাজ না দিয়ে অধিকাংশ কাজ নিজে হাতে করেন। সরকারি বরাদ্দকৃত অর্থ দিয়ে বিভিন্ন ধরনের সংস্কার কাজ করে তার সৌজন্য বলে চালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তুহিনের বিরুদ্ধে। সবশেষে গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে খুলনা ৬ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়লের নেতৃত্বে শিক্ষার্থীদের উপরে যে বর্বর হামলা করা হয় সেখানে সশরীরে কে এম আরিফুজ্জামান তুহিন তার বাহিনী নিয়ে হামলা করে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ এনে থানায় মামলা করা হয়েছে। এমনকি হামলাকারী অন্যান্য নেতাদের সাথে কে মারিফুজ্জামান তুহিনের ছবি দিয়ে প্যানা বানিয়ে হামলাকারীদের বিচার দাবিতে উপজেলা বিভিন্ন স্পটে ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এসব অভিযোগ তুলে ধরে গত ২২ আগস্ট লস্কর ইউনিয়ন পরিষদের সামনে কে এম আরিফুজ্জামান তুহিনের বরখাস্তের দাবীতে মানববন্ধন করে করেন ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

এবিষয়ে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহন কারী প্রার্থী সাফায়ত হোসেন সোহাগ জানান- কে এম আরিফুজ্জামান তুহিন গত ইউনিয়ন পরিষদ ভোটে ক্ষমতার অপব্যবহার করে জোর পূর্বক লস্কর কেন্দ্রের ভোট ডাকাতি করে চেয়ারম্যান হয়েছেন। এমনকি ভোটের তিন দিন আগে সরাসরি তুহিন তার বাহিনী নিয়ে আমার কর্মীদের উপর হামলা করে ৯ টা মোটরসাইকেল ভাংচুর সহ আমাদের দশ জন লোককে আহত করে।

এবিষয়ে লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম গাইন বলেন- তুহিনের অপকর্মের ফিরিস্তি বলে শেষ করা যাবে না। ভোট ডাকাতি করে চেয়ারম্যান হওয়ার পর যা খুশি তাই করেছে। ইতোমধ্যে এলাকাবাসী প্রতিবাদ করতে মানববন্ধন করেছে। পলাতক থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন- ছুটি না নিয়ে এতদিন অনুপস্থিত থাকলে তার চেয়ারম্যানের পদ বহাল থাকার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না।

অপরদিকে গত ০৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগের পর থেকে ছুটি না নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত পলাতক রয়েছেন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। একটা দিনের জন্যও ইউনিয়ন পরিষদে অফিস করাতো দুরের কথা কোথায় আছেন, কেমন আছেন তা জানেন না তার পরিষদের কেউ। দীর্ঘ দিন চেয়ারম্যানের উপস্থিত না থাকায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজে দেখা দিয়েছে স্থবিরতা। আইননুসারে প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া কথা থাকলে এখনো কেউ দায়িত্ব প্রাপ্ত হয়নি।

এবিষয়ে ০৬ নং লস্কর ইউনিয়ন পরিষদের ০১নং প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার আলাপকালে তিনি বলেন- চেয়ারম্যান ৫ তারিখে পর থেকে অদ্যবদি নিখোঁজ। এসময়ের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া কথা থাকলেও এখনো কোন নির্দেশনা মূলক চিঠি আমরা হাতে পাইনি।

এবিষয়ে লস্কর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফারুক হোসেন বলেন-সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত করা হয়েছে। খুব দ্রুতই কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সাথে আলাপকালে তিনি বলেন- বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। দ্রুততার সাথে ইউনিয়ন পরিষদ থেকে আমাদের কাছে রেজুলেশন আকারে পাঠালে আমরা সমস্যার সমাধান করে ফেলব। চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন ০৫ আগস্ট থেকে একদিনও অফিস করেননি তাহলে তিনি কি ছুটি নিয়েছেন কিনা এমন প্রশ্ন জবাবে তিনি বলেন-অদ্যবধি পর্যন্ত কে এম আরিফুজ্জামান তুহিনের ছুটির কোন দরখাস্ত আমরা পাইনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।