ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || ২৬ মার্চ ২০২৫: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) খুলনা সদর থানাধীন হাদিস পার্কের গোধূলি গেটের সামনে খুলনা মহানগর ও জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আজিজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় টেকসই ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সুমন, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ্জোরা এশা, খুলনা জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি রাজু হাওলাদার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ ছয় নেতার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে। তারা বলেন, “গণঅধিকার পরিষদ কোনো দখলদারি রাজনীতি করে না। পঞ্চবিথী ক্লাবে আওয়ামী লীগের অনুসারীরা নানা অপকর্ম চালাত, যা বন্ধ করতে আমরা উদ্যোগ নিয়েছিলাম। এখন আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”
নেতারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং রাজনৈতিক হয়রানি বন্ধের আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।