মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // যশোর বেনাপোল পোর্ট থানার পৃথক দুইটি অভিযানে মোট ২৫০ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করা হয়েছে।
যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল শুক্রবার ভোর সাড়ে ছয়টায় বেনাপোল পোর্ট থানাধীন নতুন থানা ভবনের সামনে থেকে বড় আচড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাকির হোসেনকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ১০০ বোতল ফেন্সিডিল সহ বারোপোতা থেকে শিবনাথ পুরের তাহাজ্জত আলীর ছেলে জাহিদুল ইসলামকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে জাহিদুলের নামে সাতটি মাদক মামলা রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।