খুলনার খবর ||দিঘলিয়ায় প্রায় ১৫ বছর আগে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক (কাঁচা রাস্তা) নির্মিত হয়। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় স্থানীয়রা কাঁচা রাস্তার পরিবর্তে পাকা রাস্তার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে গতকাল ১৮ মে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্থানীয়রা একটি আবেদনও করেছেন। আবেদনের অনুলিপি দেয়া হয়েছে খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও এলজিইডির দিঘলিয়া উপজেলা প্রকৌশলীর কাছে।
জানা যায়, উল্লেখিত রাস্তাটি হরতকি তলার সাংবাদিক শহিদুল ইসলামের বাসা হইতে ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান (এম জে এফ) এর বাসা পর্যন্ত।
আবেদনে তারা উল্লেখ্য করেন, প্রায় ১৫ বছর ধরে এই রাস্তা পাকা করার জন্য এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
ফলে বর্ষাকালে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এবং শুকনো মৌসুমেও ধূলাবালির কারণে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। এলাকাবাসীর চলাচলের সুবিধা ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে উক্ত রাস্তাটি পিচ ঢালাই (পাকা) করার ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও এলজিইডির দিঘলিয়া উপজেলা প্রকৌশলীর কাছে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে বলা হয় আশাকরি আপনি জনস্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।