প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি// ২২ ফেব্রুয়ারী মোঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় অভয়নগরের ভাটপাড়া তদন্ত কেন্দ্রের আয়োজনে বাঘুটিয়া ইউনিয়ন পূজা উৎযাপন পরিষদের সভাপতি মিলন কুমার পাল এর সভাপতিত্বে এবং পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দাশ এর পরিচালনায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্দির এর নিরাপত্তা, বৈদ্যুতিক সংযোগ, আলোর ব্যবস্থা, মন্দির এলাকাসহ আশেপাশে আলোর ব্যবস্থা,এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ভাটপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু অভিজিৎ সিংহ রায় তার বিশেষ বক্তব্যে বলেন, যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার্থে ও এলাকার সকল প্রকার আইন শৃংখলা রক্ষায় পুলিশ জনগণের পাশে আছে। সভায় পুলিশকে তার আইনানুগ দায়িত্ব পালনে মন্দির সংশ্লিষ্ট ব্যক্তি এবং পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবে বলে অভিমত ব্যক্ত করেন। সভায় প্রতিটি মন্দিরে নিরাপত্তা বাবস্থার অংশ হিসাবে মন্দির সংশ্লিষ্টরা বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করবেন বলে জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিকাশ কুমার সেন, অজিত কুমার পাল, জীবন অধিকারী, ভজহরি বর্মন, তপন মল্লিক, মিলন দাস,প্রশান্ত দাস, গৌতম সেন,বিধান রায়,রমেশ সরকার প্রমুখ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও ২২ ফেব্রুয়ারি মোঙ্গলবার ভাটপাড়া তদন্ত কেন্দ্র এলাকায় সিআই এমএস ফরম বিতরণ ও সংগ্রহ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।